সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিমানের পাশের সিটে বসে থাকা যাত্রীর গা থেকে নাকি দুর্গন্ধ বেরচ্ছে! সেই শুনে আবার পালটা অভিযোগ, সহযাত্রীর পারফিউমের গন্ধটা নাকি বড্ড চড়া। এই গন্ধ নিয়ে ধুন্ধুমার বেঁধে গেল বিমানে। দুই মহিলার হাতাহাতি থামাতে এগিয়ে গেলেন এক বিমানকর্মী। কিন্তু তাঁরই হাতে সটান কামড় বসিয়ে দিলেন এক মহিলা! ধুন্ধুমারের জেরে দু'ঘণ্টা রানওয়েতেই আটকে রইল বিমান।

আজব ঘটনাটি ঘটেছে চিনের শেনজেন বাও'আন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। গত মঙ্গলবার শেনজেন এয়ারলাইন্সের বিমানে আচমকাই হাতাহাতি বেঁধে যায়। জানা গিয়েছে, এক মহিলা অভিযোগ করেন, তাঁর পাশের সিটে যে মহিলা বসেছেন তাঁর গায়ে নাকি বেজায় দুর্গন্ধ। সেই শুনে মহিলা যাত্রী তো রেগে কাঁই! পালটা অভিযোগ আনলেন, অভিযোগকারিণী যে পারফিউম ব্যবহার করেন সেটার গন্ধ নাকি খুব চড়া।
ঝগড়া হতে হতে হাতাহাতি বেঁধে যায় দুই মহিলা যাত্রীর। বেগতিক দেখে থামাতে আসেন বিমানকর্মীরা। এগিয়ে আসেন অন্য যাত্রীরাও। কিন্তু তাতেও থামানো যায়নি দুই মহিলাকে। উলটে এক যাত্রী কামড় বসিয়ে দেন বিমানকর্মীর হাতে। 'যুদ্ধ' থামাতে গিয়ে আঁচড়ও খেতে হয় বিমানকর্মীকে। শেষ পর্যন্ত পুলিশ ডাকতে হয় পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। বিমান থেকে সব যাত্রীকে নামিয়ে দেওয়া হয়। আটক করা হয় দুই মহিলাকে। ভাইরাল হয়েছে ঘটনার ভিডিও।
গোটা ঘটনায় অন্তত ২ ঘণ্টা সময় নষ্ট হয় ওই বিমানের যাত্রীদের। নির্ধারিত সময়ের দু'ঘণ্টা পরে গন্তব্যের দিকে উড়ান রওনা দেয়। তবে দুই মহিলার কী শাস্তি হল, তা এখনও জানা যায়নি। পুলিশ কোনও তদন্ত শুরু করেছে কিনা, সেই উত্তরও অজানা। ঘটনার খবর প্রকাশ্যে আসতে নেটদুনিয়ায় নানা মুনির নানা মত। কেউ বলছেন, এমন যাত্রীদের বাগে আনতে ইলেকট্রিক শক দেওয়া উচিত। আবার কারোওর মতে, এই সমস্ত পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বিমানকর্মীদের প্রশিক্ষণ দেওয়া উচিত।