সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনুমতি না নিয়েই কেন জন্ম দিয়েছ? জীবনের একটা সময়ে এসে মা-বাবার দিকে এই প্রশ্নবাণ ছুঁড়ে দেয় অনেকেই। কিন্তু আমেরিকার (USA) এক মহিলা অভাবনীয় কাণ্ড ঘটালেন। সটান মামলা ঠুকে দিলেন নিজেরই জন্মদাতাদের বিরুদ্ধে! তাঁর জন্ম দিয়ে মা-বাবা যে সাংঘাতিক রকমের ভুল করেছেন, সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চেয়েছেন ওই মহিলা।
ব্যাপারটা ঠিক কী? ঘটনার সূত্রপাত কাস থিয়াজ নামে এক টিকটকারের ভিডিও থেকে। সেখানে কাসের দাবি, "আমার জন্মের আগে মা-বাবা আমার সঙ্গে একবারও কথা বলেননি। জানতে চাননি আমি আদৌ জন্ম নিতে চাই কিনা। সেই জন্যই মামলা দায়ের করেছি। কারণ মা-বাবাই আমাকে জন্ম দিয়েছেন, বড় করে তুলেছেন। কিন্তু আমার জন্মের ব্যাপারে আমারই মত ছিল না। জানতাম না যে আমাকে বড় হতে হবে, নিজের জন্য একটা চাকরি খুঁজতে হবে।"
[আরও পড়ুন: মাঝআকাশ থেকে সমুদ্রে ঝাঁপ দেওয়ার হুমকি যাত্রীর, বিমানে হুলুস্থুল কাণ্ড! তার পর…]
মার্কিন টিকটকারের কথায়, "আমার জীবনের এখন একটাই উদ্দেশ্য। ছোটদের শেখাতে হবে তারা যেন নিজেদের মা-বাবার বিরুদ্ধে ঠিক এই পদক্ষেপটাই করে। মা-বাবার বিরুদ্ধে মামলা করলে আর কষ্ট করে চাকরি করতে হবে না।" মজার বিষয় হল, কাস নিজেও সন্তানের মা। কিন্তু সন্তানের জন্ম দেননি, সন্তান দত্তক নিয়েছেন। তাঁর মতে, এই সন্তানের মতামত না নিয়ে জন্ম দেওয়ার 'অপরাধ' করেননি। সেই সঙ্গে অন্তঃ সত্ত্বাদের জন্য তাঁর পরামর্শ, "এখনই জানার চেষ্টা করুন আপনার সন্তান পৃথিবীতে আসতে চায় কিনা।"
কাসের এই ভিডিও তোলপাড় ফেলে দিয়েছে নেটদুনিয়ায়। অনেকেই ওই ভিডিওতে কমেন্ট করে কাসের মানসিক সুস্থতা কামনা করেছেন। কারোওর প্রশ্ন, শিশুদের মনে খারাপ প্রভাব পড়বে এমন কাণ্ডে। তবে জানা গিয়েছে, এই অ্যাকাউন্টটি নিছকই মজার। মা-বাবার বিরুদ্ধে মামলা দায়ের করার ঘটনাটি আদৌ ঘটেনি। কিন্তু নেটদুনিয়ার প্রশ্ন, এই ভিডিও দেখে যদি ভবিষ্যতে কেউ মামলা ঠুকে দেয় নিজের মা-বাবার বিরুদ্ধে? আশঙ্কা একেবারেই অমূলক নয়।