সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুরনো একটি পরিত্যক্ত বহুতল। উচ্চতা কম করে ১০০ ফুটের কাছাকাছি। খোলা ছাদ থেকে দেখা যাচ্ছে নিচে দ্রুত গতিতে চলছে গাড়ি। হঠাৎ এক তরুণী কার্নিশ ধরে ধীরে ধীরে ঝুলে পড়লেন। উলটো দিক থেকে উপুড় হয়ে শুয়ে থাকা এক তরুণ কিশোরীর ডান হাত ধরলেন। কার্নিশ ছেড়ে দিলেন যুবতী। শূন্যে ঝুলে রইলেন তিনি।
প্রাণ হাতে নিয়ে কী করছেন তাঁরা? প্রিয়, রিলস (Reels) বানাতেই ব্যস্ত যুগল। এই গোটা ঘটনাটি ভিডিও করেছেন তাঁদেরই এক বন্ধু। ঘটনাটি পুণে শহরের। যা ছড়িয়ে পড়েছে সোশাল মিড়িয়ায় (Social Media) সেই 'কীর্তি' দেখে চোখ কাপালে নেটিজেনদের। বিস্মিত প্রায় সকলেই।
[আরও পড়ুন: খসে পড়ছে চাঙড়! প্রাণ বাঁচাতে ছাতা মাথায় ক্লাসে হিঙ্গলগঞ্জের কচিকাঁচারা]
তরুণ-তরুণীর কাণ্ড দেখে সমালোচনায় সরব হয়েছেন নেটিজেনদের একাংশ। কোনও কারণে একবার হাতছুট হলেই সাক্ষাৎ মৃত্যু! এহেন কাজ তাঁরা কী করে করছেন, তা নিয়ে প্রশ্ন তুলেছে নেটপাড়া।
কয়েকজন সোশাল মিডিয়া ব্যবহারকারী একধাপ এগিয়ে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলছেন। তাঁরা পুণে (Pune) পুলিশকে ট্যাগও করেছেন। তাঁদের দাবি, এই ধরনের রিলস বানানো কার্যত আত্মহত্যার শামিল! উপযুক্ত ব্যবস্থা নেওয়া না হলে ভবিষ্যতে এই প্রবণতা আরও বাড়তে পারে বলে মনে করছেন নেটপাড়ার বাসিন্দারা।