shono
Advertisement

Breaking News

পেনকিলারে আসক্ত? মহিলা হলে অবশ্যই পড়ুন এই প্রতিবেদনটি

জানলে চমকে যাবেন! The post পেনকিলারে আসক্ত? মহিলা হলে অবশ্যই পড়ুন এই প্রতিবেদনটি appeared first on Sangbad Pratidin.
Posted: 04:09 PM Dec 18, 2016Updated: 12:47 PM Jul 11, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাথা ব্যথা বা দাঁতে ব্যথা, পিঠ ব্যথা কিংবা ঋতুস্রাবের অসহ্য যন্ত্রণা আটকাতে আপনারও কি পেনকিলার খাওয়ার অভ্যেস রয়েছে? এবার তাহলে ভাবার সময় এসেছে৷ ভবিষ্যতের কথা চিন্তা করে যখন-তখন পেনকিলার খাওয়ায় লাগাম টানলে আপনিই উপকৃত হবেন৷

Advertisement

গবেষণা বলছে, যেসব মহিলা টানা ছ’বছরের বেশি সময় ব্যথা রুখতে আইব্রুফেন পেনকিলারটি নিচ্ছেন, তাঁদের শ্রবণশক্তিতে বড়সড় প্রভাব পড়তে পারে৷ এমনকী শোনার ক্ষমতা সম্পূর্ণ হারিয়ে ফেলতে পারেন তাঁরা৷ মার্কিন মুলুকে ৪৮ থেকে ৭৩ বছরের ৫৪ হাজার মহিলার মধ্যে একটি সমীক্ষা করা হয়েছিল৷ এঁরা অ্যাসপিরিন, আইব্রুফেন এবং অ্যাটামিনোফেনের মতো পেনকিলারগুলি নিয়মিত খেয়ে থাকেন৷ দেখা গিয়েছে, যিনি যত বেশি সময় ধরে আইব্রুফেন এবং অ্যাটামিনোফেন খাচ্ছেন, তাঁদের শোনার ক্ষমতা আগের থেকে অনেকটাই হ্রাস পেয়েছে৷ তবে ঠিক কতটা মাত্রায় অ্যাসপিরিন নিলে শ্রবণশক্তিতে তা প্রভাব ফেলতে পারে, সেই বিষয়টি এখনও পুরোপুরি স্পষ্ট নয়৷

আমেরিকার মহিলা হাসপাতালের গবেষক বলছেন, “এই দেশে এই রোগ অনেক মহিলার মধ্যেই রয়েছে৷ বিভিন্ন কারণেই শ্রবণশক্তি হারাতে পারেন মহিলারা৷ তবে গবেষণা এবং সমীক্ষা বলছে, আইব্রুফেন এবং অ্যাটামিনোফেন খাওয়ার জন্য প্রায় ৫.৫ শতাংশ মহিলাই শোনার ক্ষমতা হারিয়েছেন৷

The post পেনকিলারে আসক্ত? মহিলা হলে অবশ্যই পড়ুন এই প্রতিবেদনটি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement