shono
Advertisement

সন্ত্রাস মামলায় জামিন ইমরানের, ‘কাপ্তানে’র পাশে পাক বিচারবিভাগ!

৮ জুন পর্যন্ত তাঁর জামিন মঞ্জুর করেছে আদালত।
Posted: 01:39 PM May 23, 2023Updated: 01:39 PM May 23, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একাধিক মামলায় ইমরান খানকে জামিন দিল পাকিস্তানের সন্ত্রাসবিরোধী আদালত। মঙ্গলবার ‘কাপ্তান’কে স্বস্তি দিয়ে ৮ জুন পর্যন্ত তাঁর জামিন মঞ্জুর করেছে আদালত।

Advertisement

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, মঙ্গলবার আদালতে হাজিরা দিতে লাহোর থেকে ইসলামাবাদ আসেন ইমরান খান। এদিন পাক রাজধানীর জুডিশিয়াল কমপ্লেক্সে শুনানি শেষ চলে। হিংসার আটটি মামলায় তেহরিক-ই-ইনসাফ প্রধানকে জামিন দেয় আদালত। ফলে আপাতত কিছুটা স্বস্তি পেলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী। বলে রাখা ভাল, ১৮ মার্চ তোষাখানা মামলায় জুডিশিয়াল কমপ্লেক্সে হাজিরা দিয়েছিলেন ইমরান। তখনই সেখানে তাণ্ডব চালায় তেহরিক-ই-ইনসাফের সদস্যরা। ওই ঘটনায় ইমরানের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়।

[আরও পড়ুন: অস্ট্রেলিয়া সফরে প্রধানমন্ত্রী, ‘মোদি এয়ারওয়েজ’-এ চেপে দেখা করতে হাজির প্রবাসী ভারতীয়রা]

উল্লেখ্য, ইমরান খানের গ্রেপ্তারির পর থেকেই দেশটিতে কার্যত গৃহযুদ্ধের পরিস্থিতি। এহেন পরিস্থিতিতে তাঁর দল তেহরিক-ই-ইনসাফকে নিষিদ্ধ করার ষড়যন্ত্র করা হচ্ছে বলে দাবি করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। বিশ্লেষকদের মতে, একদা পাক সেনার পোস্টার বয় ছিলেন ইমরান। সেই সমীকরণ পালটে যেতেই ফৌজের বিষনজরে পড়েছেন ‘কাপ্তান’। তাঁকে গদিচ্যুত করেছে সেনাবাহিনী প্রকাশ্যে একথা বারবার বলেছেন তিনি। এবার সেনার অঙ্গুলি হেলনেই ইমরানকে জেলে পুড়তে মরিয়া শাহবাজ শরিফের সরকার।

তাৎপর্যপূর্ণ ভাবে, অনেকে মনে করছেন ইমরান (Imran Khan) ইস্যুতে শাহবাজ সরকারের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে বিচারবিভাগ। প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে প্রয়োজনের থেকে বেশি ‘ছাড়’ দিয়েছেন পাকিস্তানের প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়াল! তাই তাঁর বিরুদ্ধেই পদক্ষেপ করার সিদ্ধান্ত নেয় পাক পার্লামেন্ট! ফলে সেনা ও সরকারের সঙ্গে বিচারবিভাগের সংঘাত স্পষ্ট।

[আরও পড়ুন: হোয়াইট হাউস ডাউন! ‘সাদা বাড়ি’র নিরাপত্তা বলয়ে ঢুকে পড়ল ট্রাক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement