shono
Advertisement

পাক চর সন্দেহে ধৃত সাংসদের সহকারী

অভিযুক্তকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ৷ The post পাক চর সন্দেহে ধৃত সাংসদের সহকারী appeared first on Sangbad Pratidin.
Posted: 09:11 PM Oct 29, 2016Updated: 04:37 PM Oct 29, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাক হাই কমিশনের উচ্চপদস্থ কর্তা পরিচালিত চর-চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দিল্লি পুলিশ শুক্রবার গভীর রাতে এক সমাজবাদী পার্টি(সপা) নেতার সহকারীকে আটক করে৷ শনিবার তাকে গ্রেফতার করা হয়৷ রাজ্যসভার সাংসদ সপা নেতা মুনাওয়ার সেলিমের সহকারী ফারহাতকে গ্রেফতার করে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা৷ তাকে জেরা করে পুলিশ এই চক্রের শিকড় খুঁজে পেতে চায়৷ সপা সাংসদ মুনাওয়ার অবশ্য সমস্ত দায় ঘাড় থেকে ঝেড়ে ফেলে স্পষ্ট জানিয়েছেন, সংসদের নিয়ম মেনেই গতবছর অভিযুক্তকে তাঁর ব্যক্তিগত সহকারী হিসাবে নিযুক্ত করা হয়৷ তদন্তে পুলিশকে সবরকম সহায়তা করতে তিনি প্রস্তুত৷ জয়েন্ট সিপি ক্রাইম রবীন্দ্র যাদব জানিয়েছেন, মেডিক্যাল পরীক্ষার পর ধৃতকে পুলিশি রিমান্ডে পাঠানো হবে৷

Advertisement

(দীপাবলিতে পাক জঙ্গি হামলার ছক ফাঁস)

কেন্দ্রীয় মন্ত্রী মহেশ শর্মা এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, একজন সাংসদের সহকারী এই চক্রে জড়িয়ে পড়েছে৷ বিষয়টি গুরুতর৷ তবে ওই সংসদ পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন৷ গত বুধবার পাক হাই কমিশনের এক আধিকারিক মেহমুদ আখতারকে চরবৃত্তির অভিযোগে গ্রেফতার করে পুলিশ৷ তাঁর সঙ্গে আরও দুই ভারতীয় নাগরিক, মৌলানা রমজান ও সুভাষ জাঙ্গিরকেও গ্রেফতার করা হয়৷ দেশের প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি পাচারের অভিযোগে গ্রেফতার করা হয় অভিযুক্তদের৷ পুলিশি তদন্তে জানা যায়, পাক গোয়েন্দা সংস্থা আইএসআই পরিচালিত একটি চর-চক্রে জড়িত ছিল ওই তিনজন৷ কূটনৈতিক কবচের জেরে আখতারকে পুলিশি হেফাজতে না নিতে পারলেও তাঁকে দেশ থেকে বহিষ্কার করা হয়৷ সুভাষ ও মৌলানাকে জেরা করে ওই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য অভিযুক্তদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করে পুলিশ৷ বৃহস্পতিবার বিকেলে রাজস্থান থেকে শোয়েব নাম এক ভিসা এজেন্টকে গ্রেফতার করে পুলিশ৷ তদন্তে জানা যায়, সুভাষ ও মৌলানাকে মডিউলের সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছিল এই শোয়েবই৷

The post পাক চর সন্দেহে ধৃত সাংসদের সহকারী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement