shono
Advertisement

Panchayat Vote 2023: এবার টার্গেট ভোটাররা! নওদা, কোতয়ালিতে বোমাবাজিতে জখম ৩ বাসিন্দা

Posted: 10:17 AM Jul 08, 2023Updated: 10:17 AM Jul 08, 2023

সংবাদ প্রতিদিন ব্যুরো: পঞ্চায়েত ভোটে (Panchayat Election) এবার টার্গেট ভোটাররাই! রাজ্যের অন্তত দুই জেলায় ভোটারদের লক্ষ্য করে বোমাবাজি ঘটে। আহত অন্তত ৩। প্রথম ঘটনা মুর্শিদাবাদের নওদার। বাড়ি থেকে ভোট দিতে যাওয়ার পথেই বোমার আঘাতে জখম হন এক বৃদ্ধ। অন্যদিকে, নদিয়ার কোতোয়ালি থানা এলাক আনন্দবাসে বোমাবাজিতে (Bombing) জখম ২ জন। তাঁদের শক্তিনগর জেলা হাসপাতালে ভরতি করা হয়েছে। ঘটনার জেরে আতঙ্কিত সাধারণ ভোটাররা।

Advertisement

সাতসকালে ভোট দিতে যাওয়ার সময়ে জখম হন নওদার (Nawda) বৃদ্ধ। গঙ্গাধারী মধুপুর ৪ নং গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। আহত ওই বৃদ্ধের নাম হাজি নিয়াকত শেখ। তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে বলে খবর।

[আরও পড়ুন: ‘দেশ থেকে বের করে দিন’, ভারত বিরোধী কার্যকলাপ নিয়ে ব্রিটেনকে কড়া বার্তা ডোভালের]

অন্যদিকে, নদিয়াতেও (Nadia) একই ঘটনা। কোতোয়ালি থানার আনন্দবাস এলাকায় পরিবারকে সঙ্গে নিয়ে ভোট দিতে যাওয়ার পথে বোমার আঘাতে আহত হলেন ২ জন। জানা গিয়েছে, তাঁদের যাওয়ার রাস্তাতেই বোমা বিস্ফোরণ। শক্তিনগর জেলা হাসপাতালে ভরতি তাঁরা। আপাতত তাঁদের অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। এই ঘটনা ঘিরে তুমুল উত্তেজনা এলাকায়। নিরাপত্তা নিয়ে চিন্তিত সাধারণ ভোটাররা।

[আরও পড়ুন: ‘শত্রু’ পওয়ারের আগমনে অস্বস্তিতে মহারাষ্ট্রের বহু বিজেপি বিধায়ক! মানলেন খোদ ফড়নবিশই]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement