গোবিন্দ রায়: জামিন চেয়ে এবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তারির একবছর পেরনোর পর এবার হাই কোর্টের দ্বারস্থ হলেন তিনি। আজ অর্থাৎ বুধবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে শুনানির সম্ভাবনা।
নিয়োগ দুর্নীতি নিয়ে দীর্ঘদিন ধরেই তোলপাড় রাজ্য-রাজনীতি। হাই কোর্টে একাধিক মামলা দায়ের হয়েছে। যার পরিপ্রেক্ষিতে তদন্তভার পেয়েছে ইডি-সিবিআই। তাঁদের হাতে গ্রেপ্তার হয়েছে অনেকে। সেই তালিকাকেই রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। গতবছর জুলাইয়ের শেষ দিকে টানা জেরার পর তাঁকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তারপর একাধিকবার জামিনের আরজি জানিয়েছেন তিনি। কিন্তু তা বারবার খারিজ হয়ে গিয়েছে।
[আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি সত্ত্বেও অবস্থানে অনড় রাজ্যপাল, মধ্যরাতে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ]
সম্প্রতি কলকাতা হাই কোর্টে জামিনে মুক্তি পেয়েছেন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত মানিক ভট্টাচার্যের স্ত্রী। তারপরই জামিনের আরজি নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিলেন পার্থ চট্টোপাধ্যায়। আজ অর্থাৎ বুধবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে শুনানির সম্ভাবনা রয়েছে। হাই কোর্টের দ্বারস্থ হয়ে কি জেলমুক্ত হতে পারবেন প্রাক্তন শিক্ষামন্ত্রী? সেদিকেই নজর সবমহলের।