shono
Advertisement
Personal Finance

ভবিষ্যৎ সুরক্ষার আশ্বাস আইসিআইসিআই প্রুডেনশিয়ালের সঙ্গে

কিছু বিশেষ শর্ত আছে, বুঝে নিতে হবে।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 09:08 PM May 13, 2025Updated: 09:08 PM May 13, 2025

লা ইফকভারের সঙ্গে গ্যারান্টি যুক্ত উপার্জন পাওয়ার রাস্তা সুগম করে ICICI Prudential "GIFT PRO" শীর্ষক প্রকল্প ব্যবহার করে ভবিষ্যতের জন্য পরিকল্পনা করতে পারবেন গ্রাহকরা। একাধিক বিকল্প পাবেন তাঁরা, বিমা সংস্থাটির মতে।
১। একশো শতাংশ মানিব্যাক পাওয়া সম্ভব
২। পরিবারের সদস্যদের জন্য কভারেজ
৩। আয়করের নিয়ম অনুযায়ী ট্যাক্সে সুবিধা
সংস্থার মতে:
(ক) এক লক্ষ টাকা প্রতি বছর যদি গ্রাহক দশ বছর ধরে টাকা দেন, তাহলে নির্দিষ্ট হারে সুবিধা পাবেন তিনি।
(খ) মোট বেনিফিটের পরিমাণ: ৪৫.৭০ লক্ষ টাকা (শর্তসাপেক্ষ)

Advertisement


১। পাঁচ থেকে তিরিশ বছরের পিরিয়ড হতে পারে। এই সময়কে "গ্যারান্টিড ইনকাম পিরিয়ড" বলা হচ্ছে। 

২। গ্যারান্টি যুক্ত রোজগার কেবল মান্থলি ও অ্যানুয়াল হিসাবে পেতে পারেন। বছরে দু'বার হবে না।

৩। পলিসিটার্ম শেষ হলে ইনকাম শুরু হবে। কিছু বিশেষ শর্ত আছে, বুঝে নিতে হবে।

৪। যদি কেউ মানিব্যাক সুবিধা চান, তিনি নির্দিষ্টভাবে তা যেন জানিয়ে দেন সংস্থাকে। পরে তা বদলাতে পারবেন না।

"লো কভার ইনকাম বুস্টার" একটি বিশেষ সুবিধা। আলাদাভাবে এর বিষয়ে জেনে নেবেন। এই সুবিধাও পলিসির শুরুতেই বেছে নেবেন, পরে সম্ভব হবে না।
"সেভ দ্য ডেট” নামক সুবিধাও আলাদাভাবে উল্লেখ করা যায়। এর ব্যাপারেও বুঝে নিন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • একশো শতাংশ মানিব্যাক পাওয়া সম্ভব।
  • পাঁচ থেকে তিরিশ বছরের পিরিয়ড হতে পারে। এই সময়কে "গ্যারান্টিড ইনকাম পিরিয়ড" বলা হচ্ছে। 
  • গ্যারান্টি যুক্ত রোজগার কেবল মান্থলি ও অ্যানুয়াল হিসাবে পেতে পারেন। বছরে দু'বার হবে না।
Advertisement