shono
Advertisement
Shriram Finance

ভারতে ৩৯,৬১৮ কোটির বিদেশি বিনিয়োগ, শ্রীরাম ফাইন্যান্সের সঙ্গে হাত মেলাল জাপানি ব্যাঙ্ক

সবচেয়ে বেশি লাভবান হবেন গ্রামীণ এলাকার মানুষেরা।
Published By: Buddhadeb HalderPosted: 06:35 PM Dec 23, 2025Updated: 06:35 PM Dec 23, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের আর্থিক পরিষেবা ক্ষেত্রে এক ঐতিহাসিক অধ্যায়ের শুরুয়াত হল। দেশের দ্বিতীয় বৃহত্তম খুচরো এনবিএফসি শ্রীরাম ফাইন্যান্স লিমিটেড (SFL) এবং জাপানের বিখ্যাত MUFG ব্যাঙ্কের মধ্যে একটি বড় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। শ্রীরাম ফাইন্যান্সের বোর্ড এই দিন ৩৯,৬১৮ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাবে অনুমোদন দিয়েছে।

Advertisement

এই চুক্তির অধীনে MUFG ব্যাঙ্ক শ্রীরাম ফাইন্যান্সের ২০ শতাংশ অংশীদারিত্ব লাভ করবে। এই বিশাল বিনিয়োগটি মূলত প্রিফারেনশিয়াল শেয়ার ইস্যুর মাধ্যমে করা হবে। ভারতীয় মুদ্রায় এর পরিমাণ ৩৯,৬১৮ কোটি টাকা, যা প্রায় ৪.৪ বিলিয়ন মার্কিন ডলারের সমান। এটি ভারতের আর্থিক পরিষেবা ক্ষেত্রে এখনও পর্যন্ত হওয়া বৃহত্তম সরাসরি বিদেশি বিনিয়োগ (FDI)।

কেন এই চুক্তি গুরুত্বপূর্ণ?
এই বিনিয়োগ শ্রীরাম ফাইন্যান্সের মূলধনের ভিত্তি অনেক মজবুত করবে। এর ফলে সংস্থাটি আরও দ্রুত ব্যবসা বাড়াতে পারবে। ব্যক্তিগত ঋণ, গাড়ি বা ব্যবসার জন্য ঋণ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রয়োজনে ঋণ গ্রহণে গ্রাহকরা এবার বেশি সুবিধা পাবেন। শ্রীরাম ফাইন্যান্সের গ্রাহক পরিষেবায় এই বিনিয়োগ নতুন মাত্রা যোগ করবে। এছাড়া বিমা, শেয়ার বাজার, স্টক ব্রোকিংয়ের মতো পরিষেবাতেও প্রভূত উন্নতির সম্ভাবনা রয়েছে। বিশাল মূলধন আসায় শ্রীরাম ফাইন্যান্সের ক্রেডিট রেটিং আরও উন্নত হওয়ার সম্ভাবনা। ভারতের মতো বিশাল দেশে যেখানে ব্যাঙ্কিং পরিষেবা সব জায়গায় পৌঁছোয় না, সেখানে শ্রীরামের মতো প্রতিষ্ঠান দেশের অর্থনীতিকে সচল রাখতে গ্রামীণ এলাকার মানুষদের সহজে ঋণ দিয়ে থাকে।

সংস্থার বর্তমান অবস্থান
১৯৭৯ সালে প্রতিষ্ঠিত শ্রীরাম ফাইন্যান্স বর্তমানে ২.৮১ ট্রিলিয়ন টাকার সম্পদ পরিচালনা করে। সারা দেশে তাদের ৩,২২৫টি শাখা এবং প্রায় ৯৬.৬ লক্ষ গ্রাহক রয়েছে। শ্রীরাম গ্রুপের ভাইস চেয়ারম্যান উমেশ রেভাঙ্কর এই চুক্তিকে সংস্থার অগ্রগতির পথে একটি 'মাইলফলক' হিসেবে বর্ণনা করেছেন। অন্যদিকে, MUFG গ্রুপের সিইও হিরোনোরি কামেজাওয়া ভারতের ক্রমবর্ধমান অর্থনীতির ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেছেন। নিয়ন্ত্রণক সংস্থার ছাড়পত্র মেলার পরেই এই বিনিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এনবিএফসি শ্রীরাম ফাইন্যান্স লিমিটেড (SFL) এবং জাপানের বিখ্যাত MUFG ব্যাঙ্কের মধ্যে একটি বড় চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
  • শ্রীরাম ফাইন্যান্সের বোর্ড এই দিন ৩৯,৬১৮ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাবে অনুমোদন দিয়েছে।
  • এই চুক্তির অধীনে MUFG ব্যাঙ্ক শ্রীরাম ফাইন্যান্সের ২০ শতাংশ অংশীদারিত্ব লাভ করবে।
Advertisement