Advertisement
ঘাতকের নাম উষ্ণায়ন, আল্পসের গা থেকে আইসক্রিমের মতো গলে পড়ছে হিমবাহ!
দেখে নিন সেসব ছবি।
সৌন্দর্য পৃথিবীর সমস্ত সৃষ্টিকর্মের মূল অনুপ্রেরণা। কখনও উত্তাল সমুদ্র, কখনও আদিগন্ত বিস্তৃত সবুজ খেত, কখনও আকাশছোঁয়া তুষারশুভ্র পাহাড়, পর্বত - এসবই তো কাব্য, চিত্র, সঙ্গীতের প্রকৃত আধার। গ্রীষ্মপ্রধান দেশের মানুষের কাছে বরাবর পাহাড়, বরফ বাড়তি আকর্ষণের। সেই টানে কেউ হিমালয় তো কেউ সুদূর আল্পস পর্বতমালা দেখতে যান। তাল তাল হিমবাহে মোড়া সেসব জায়গা। এর মাঝে গিয়ে দাঁড়ালে মনে হবে যেন ইয়াবড় একটা ভ্যানিলা আইসক্রিম!
গত কয়েক বছরের পরিস্থিতিতে দেখা যাচ্ছে, উষ্ণায়নে সবচেয়ে বেশি অভিশপ্ত হয়ে উঠেছে পৃথিবীর দুই মেরু। উষ্ণতাবৃদ্ধির হার এতটাই বেশি যে পাথরের মতো বিশালাকার হিমবাহ পলকে গলে জল হয়ে যাচ্ছে! শ্রী হারাচ্ছে আন্টার্কটিকা, ক্ষতি হচ্ছে পরিবেশের, প্রাণ হারাচ্ছে মেরুপ্রদেশের পশুপাখিরা, বাড়ছে জীবাণুর সংক্রমণ।
সম্প্রতি জুরিখের সুইস ফেডেরাল ইনস্টিটিউট এবং ব্রাসেলসের ভ্রিজ বিশ্ববিদ্যালয়ের তরফে একটি গবেষণা চালানো হয়েছিল। বিখ্যাত 'নেচার' পত্রিকায় তা প্রকাশিত হয়েছে। তাতে দেখা গিয়েছে, ইউরোপের বৃহত্তম পর্বতমালা আল্পসের ক্ষয় শুরু হয়ে গিয়েছে। গবেষণায় উঠে আসা তথ্য অনুযায়ী, ২০৩৩ থেকে ২০৪১ সালের মধ্যে আল্পসের বরফ গলন সর্বোচ্চ সীমায় পৌঁছবে।
গবেষণায় আরও বলা হচ্ছে, ২ হাজার থেকে ৪ হাজার হিমবাহ গলে যাবে আগামী দেড় দশকের মধ্যে। আর তত গরম হবে পৃথিবী। অঙ্কের হিসেব বলছে, ২.৭ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধিই শতাধিক হিমবাহ গলিয়ে দিতে পারে। সেই হিসেবে ২১০০ সালের মধ্যে আল্পসের মাত্র ৩ শতাংশ বরফ অবশিষ্ট থাকবে!
আল্পসের বিখ্যাত মাঝারি মাপের রন হিমবাহ। গলতে গলতে এখন একেবারে ক্ষুদ্রতম অংশটুকু রয়ে গিয়েছে। সেই হিমবাহকে সামনে রেখে গবেষকদল জানাচ্ছেন, ১৯৭৩ সাল থেকে ২০১৬ সালের মধ্যে অন্তত হাজারটি হিমবাহ স্রেফ উধাও হয়ে গিয়েছে! এমনই ঝুঁকির মুখে আল্পস ছাড়াও ককেশাস, আন্দিজ পর্বত।
গবেষক দলের এক সদস্য জুরিখের গ্লেসিওলজিস্ট ভ্যান ট্রিখট জানাচ্ছেন, এই হারে বরফ গলতে থাকলে আগামী ১০ থেকে ২০ বছরের মধ্যে হিমবাহের পরিমাণ অর্ধেক হয়ে যাবে।
ভূবিজ্ঞানের অঙ্ক বলছে, দেড় ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধির জন্য ৩০০০ হিমবাহ ধ্বংস হয়ে যেতে পারে, ২ ডিগ্রি বাড়লে আট শতাংশের মৃত্যু আর ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়লে ২০ টি হিমবাহ অবশিষ্ট থাকবে গোটা বিশ্বে। এই সময়টাকে বলা হচ্ছে হিমবাহ গলনের সর্বোচ্চ সময়। সুতরাং, শেষের সেদিন সমাগত। বরফগলা জলে পৃথিবী ভেসে যেতে আর বেশিদিন বাকি নেই।
Published By: Sucheta SenguptaPosted: 06:34 PM Dec 16, 2025Updated: 06:34 PM Dec 16, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
