Advertisement
কলকাতার বিজয় দিবসে উপস্থিত বাংলাদেশের ৮ মুক্তিযোদ্ধা, দেখুন উদযাপনের রঙিন ছবি
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন একাত্তরের যুদ্ধে পাক বাহিনীকে নাস্তানাবুদ করা ভারতীয় জওয়ানদের।
আজ, বিজয় দিবস। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ৯৩ হাজার পাক সৈন্য আত্মসমর্পণ করেন ভারতীয় সেনাবাহিনীর কাছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটিই সবচেয়ে বড় আত্মসমর্পণ। ভারত এই দিনটিকে বিজয় দিবস হিসাবে পালন করে।
১৯৭১-এর মুক্তিযুদ্ধে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল ভারত। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর এই সিদ্ধান্তে অবাক হয়ে গিয়েছিল বিশ্ব।
ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সেনা সদর দপ্তর কলকাতার ফোর্ট উইলিয়ামে মঙ্গলবার সকালে বিজয় দিবসের মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সেনাবাহিনীর আধিকারিকরা ১৯৭১ সালের মুক্তি যুদ্ধে প্রাণ হারানো ভারতীয় জওয়ানদের প্রতি পুষ্পস্তবক নিবেদন করে শ্রদ্ধা জানান। উপস্থিত ছিল বাংলাদেশ থেকে আসা ২০ সদস্যের এক প্রতিনিধি দল। তাঁদের মধ্যে আটজন মুক্তিযোদ্ধা। আর সেখানেই ভারতের প্রাক্তন সেনাপ্রধান ভিকে সিং সতর্ক করলেন পড়শি দেশকে। তাঁকে বলতে শোনা গেল, ''যে দেশ নিজের ইতিহাস ভুলে যায়, তারা শেষপর্যন্ত অবলুপ্ত হয়ে যায়।''
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোশাল মিডিয়া পোস্টে বিজয় দিবসের শুভেচ্ছা জানান। শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন একাত্তরের যুদ্ধে পাক বাহিনীকে নাস্তানাবুদ করা ভারতীয় জওয়ানদের। যাঁদের বীরত্বে সার্থক হয়েছিল মুক্তি বাহিনী ও বাংলাদেশের কোটি কোটি সাধারণ মানুষের স্বপ্ন।
এক্স হ্যান্ডেলে মোদি লিখেছেন, “বিজয় দিবসে আমরা সেই সাহসী সৈন্যদের স্মরণ করছি যাঁদের আত্মত্যাগ ১৯৭১ সালে ভারতকে ঐতিহাসিক বিজয় এনে দিয়েছিল। তাঁদের দৃঢ় সংকল্প এবং নিঃস্বার্থ সেবা আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের ইতিহাসে গর্বের মুহূর্ত স্থাপন করেছে। এই দিনটি তাঁদের বীরত্বের প্রতি শ্রদ্ধাঞ্জলি, তাঁদের অতুলনীয় চেতনার স্মারক। তাঁদের বীরত্ব প্রজন্মের পর প্রজন্ম ধরে অনুপ্রাণিত করে চলেছে আমাদের।”
বিজয় দিবসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও ভারতীয় সেনা বাহিনীর নিষ্ঠা ও দেশপ্রেমের কথা স্মরণ করেন। একাত্তরের পাশাপাশি সাম্প্রতিক পহেলগাঁও হামলার পর সফল ‘সিঁদুর’ অপারেশনের কথাও উল্লেখ করেন তিনি। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং উল্লেখ করেছেন, ১৯৭১ সালের যুদ্ধ ভারতের তিন বাহিনীর অতুলনীয় বীরত্বকে। অনুষ্ঠানের শেষে সাংবাদিক বৈঠক করেন সেনা আধিকারিকরা।
Published By: Subhankar PatraPosted: 03:39 PM Dec 16, 2025Updated: 03:39 PM Dec 16, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
