Advertisement
নকভির ট্রফি চুরি থেকে দিলজিতের পাক প্রেম, একনজরে বছরকাঁপানো ১০ বিতর্ক
প্রবল বিতর্ক হয়েছিল বিখ্যাত ইউটিউবার রণবীর এলাহাবাদিয়ার মন্তব্য ঘিরেও।
প্রত্যেকবারের মতোই ২০২৫-এর সঙ্গেও অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে ছিল বিতর্ক। খেলার মাঠ, বিনোদুনিয়ায় বারবার ঢুকে পড়েছে রাজনৈতিক ইস্যু, ব্যক্তিগত খেয়োখেয়ি। বছর শেষে ফিরে দেখা যাক চলতি বছরের নজরকাড়া বিতর্কের দিকে।
বছরের একেবারে শেষ প্রান্তে এসে ঝড় তুলে দিয়েছে যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির সফর। আর্জেন্টাইন মহাতারকাকে ঘিরে থাকা ভিড়ের জন্য আমজনতা মেসিকে দেখতেই পাননি। তাই মেসি মাঠ ছাড়তেই যুবভারতীতে আছড়ে পড়ে জনরোষ। গোলপোস্ট ছিড়ে, কার্পেট তুলে ফেলে রীতিমতো ধ্বংসলীলা চলে যুবভারতীতে। বিশ্বের দরবারে লজ্জিত হয় কলকাতা। অনুষ্ঠানের মূল উদ্যোক্তাকে গ্রেপ্তার করা হয়।
পহেলগাঁওয়ে নৃশংস জঙ্গি হামলার পর থেকে উত্তপ্ত হয়ে ওঠে ভারত-পাক সম্পর্ক। তার মধ্যেই বিতর্কে জড়ান দিলজিৎ দোসাঞ্ঝ। সর্দারজি ৩ ছবির বেশ কিছু প্রচারমূলক ঝলক প্রকাশ্যে আসার পর তাতে হানিয়া আমিরসহ একাধিক পাক অভিনেতা-অভিনেত্রীকে দেখা যায়। বিতর্ক দানা বাধে সেখান থেকেই। শত্রু দেশের সঙ্গে কেন কাজ করেছেন দিলজিৎ? তা নিয়ে শুরু হয় বিতর্ক। শেষ পর্যন্ত ভারতে এই ছবি মুক্তি পায়নি। দিলজিৎকেও আমজনতার তোপের মুখে পড়তে হয়।
২০২৫ সালের সবচেয়ে মর্মান্তিক দুর্ঘটনার মধ্যে অন্যতম বেঙ্গালুরু পদপিষ্টকাণ্ড। প্রথমবার আইপিএল জিতে বিরাট সেলিব্রেশনের পরিকল্পনা করেছিল আরসিবি ম্যানেজমেন্ট। কিন্তু নানা তরফের ভুল বোঝাবুঝিতে চিন্নাস্বামী স্টেডিয়ামের সামনে বিরাট ভিড় জমে। তার মধ্যেই পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হয়। আহত হন ৫৬ জন। গোটা ঘটনার দায় কার, সেই নিয়ে এখনও চাপানউতোর চলছে আরসিবি ম্যানেজমেন্ট, কর্নাটক ক্রিকেট সংস্থা এবং কর্নাটক সরকারের মধ্যে।
পেশা এবং ব্যক্তিজীবনের যথাযথ ভারসাম্য রক্ষা করতে কাজের সময় বেঁধে দেওয়ার দাবিতে সুর চড়িয়েছিলেন দীপিকা পাড়ুকোন। মেয়ে দুয়ার জন্মের পর কাজে ফিরে দীপিকা জানান, তিনি ৮ ঘণ্টার বেশি শুটিং করবেন না। এই মুহূর্তে তাঁর কাছে মেয়েকে বড় করাই অগ্রাধিকার। কিন্তু সেই শর্তে রাজি না হওয়ায় আগামী ছবি 'স্পিরিট' থেকে দীপিকাকে সরিয়ে দেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা। 'কল্কি ২'ও হাতছাড়া হয় অভিনেত্রীর। দীপিকার মতামত নিয়ে কার্যত দুভাগে ভাগ হয়ে যায় সিনে ইন্ডাস্ট্রি।
এবছর এশিয়া কাপ চ্যাম্পিয়ন হলেও ট্রফি পায়নি ভারত। কারণ পহেলগাঁও হামলার পর থেকে পাক নাগরিকদের অদৃশ্য বয়কটের পথে হাঁটেন ভারতীয় ক্রিকেটাররা। গোটা টুর্নামেন্টে পাক দলের সঙ্গে হাত মেলায়নি ভারত। দলের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, পাক মন্ত্রী মহসিন নকভির থেকে ট্রফি গ্রহণ করা হবে না। কিন্তু নকভিও নাছোড়বান্দা। তিনিও বলে দেন, তাঁর হাত থেকেই ট্রফি নিতে হবে। একথা বলার পরে এসিসি দপ্তর থেকে এশিয়া কাপ ট্রফি কার্যত 'চুরি' করে নেন নকভি।
ইন্ডিয়াস গট ল্যাটেন্ট শোয়ে বিতর্কিত মন্তব্য করে দেশজুড়ে বিতর্ক ছড়িয়েছিলেন ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া। এক প্রতিযোগীকে রণবীর প্রশ্ন করেন, “বছরভর বাবা-মায়ের যৌনতা দেখবে, নাকি একবার যোগ দিয়ে সেটা চিরকালের জন্য বন্ধ করে দেবে?” শুধু তাই নয়, প্রকাশ্যেই ওই প্রতিযোগীকে তাঁর পুরুষাঙ্গের সাইজ জিজ্ঞেস করেন রণবীর। ক্ষমা চাইলেও রণবীরের সাবস্ক্রাইবার কমতে থাকে। তাঁর মায়ের ক্লিনিকে হামলা হয়। বছর শেষে অবশ্য ঘুরে দাঁড়িয়েছেন রণবীর।
সবকিছু ঠিক থাকলে বছরের সেরা রূপকথা হয়ে থাকত স্মৃতি মন্ধানা-পলাশ মুছলের বিয়ে। প্রথমবার বিশ্বকাপ জেতেন স্মৃতি। তারপর তারকা ক্রিকেটারের নামে নিজের হাতে ট্যাটু করান পলাশ। বিশ্বজয়ের মাঠে গিয়ে প্রপোজ করেন। কিন্তু বিয়ের ঠিক আগের দিনই নাকি এক কোরিওগ্রাফারের সঙ্গে পলাশকে ঘনিষ্ঠ অবস্থায় ধরা হয়। তুমুল সমালোচনার ঝড় শুরু হয় নেটদুনিয়ায়। শেষ পর্যন্ত বিয়ে বাতিলের ঘোষণা করেন স্মৃতি। কিন্তু বিয়ে ভাঙার কারণ খোলসা করেননি তিনি।
২০২৫ সালে রুপোলি পর্দায় যাত্রা শুরু করেছেন শাহরুখ খানের জ্যেষ্ঠপুত্র আরিয়ান খান। পরিচালক হিসাবে তাঁর প্রথম সিরিজ দ্য ব্যাডস অফ বলিউড ঘিরে একের পর এক বিতর্কের ঝড়। প্রাক্তন এনসিবি অফিসার সমীর ওয়াংখেড়েকে ব্যঙ্গ, বলিউডের নানা কেচ্ছা তুলে ধরা-একের পর এক অভিযোগ উঠেছে এই সিরিজের বিরুদ্ধে। আদালতের সমন এসেছে নেটফ্লিক্স, রেড চিলিজের নামে। যদিও বছর শেষে নেটফ্লিক্সের যাবতীয় রেকর্ডও ভেঙে চুরমার করেছে ‘ব্যাডস অফ বলিউড’।
বছরের সবচেয়ে বড় ক্রিকেটীয় বিতর্ক ছিল করমর্দনকে ঘিরে। পহেলগাঁও হামলার পর এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারত। কিন্তু প্রথামাফিক বিপক্ষের সঙ্গে হাত মেলাননি ক্রিকেটাররা। সূর্যকুমার যাদবদের এহেন আচরণে ক্ষিপ্ত হয়ে ম্যাচ বয়কটের ডাক দেয় পাকিস্তান। শেষ পর্যন্ত দুই দল করমর্দন না করলেও খেলতে নামে। এই ঘটনার পর থেকে মহিলাদের বিশ্বকাপ, অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ-কোনও টুর্নামেন্টেই পাক দলের সঙ্গে হাত মেলায়নি ভারত।
আচমকা মৃত্যু হয় করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের। তারপর থেকেই প্রয়াত শিল্পপতির বিপুল সম্পত্তির উত্তরাধিকার নিয়ে টানাপোড়েন চলছে করিশ্মা এবং সঞ্জয়ের তৃতীয় স্ত্রী প্রিয়া সচদেবের মধ্যে। সেই লড়াই গড়িয়েছে আদালত পর্যন্ত। প্রিয়ার কথায়, মৃত্যুর সময়ে তিনিই ছিলেন সঞ্জয়ের আইনি স্ত্রী তাই সম্পত্তি তাঁরই প্রাপ্য। পালটা সঞ্জয়ের উইলকে হাতিয়ার করেছেন করিশ্মা। প্রয়াত ব্যক্তির সম্পত্তি নিয়ে এহেন হাতাহাতিতে স্বভাবতই বিতর্ক দানা বেঁধেছে।
Published By: Anwesha AdhikaryPosted: 05:18 PM Dec 16, 2025Updated: 05:18 PM Dec 16, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
