Advertisement
অভিনয় ছেড়ে এই পেশাতেই বাজিমাত, দুবাইতে ৮৫ কোটির সম্পত্তির মালিক বাঙালিকন্যা রিমি সেন
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবন নিয়ে খোলামেলা আলোচনায় বাঙালি কন্যা।
সুন্দর, ঝকঝকে চেহারা। হাসিতে যেন মুক্ত ঝরে। স্মার্ট। প্রায় দু'দশক আগে বলিউডে নজর কেড়েছিলেন বঙ্গতনয়া রিমি সেন। তাবড় তাবড় অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন।
আমির থেকে ইরফান সকলের সহ অভিনেত্রী। ‘হাঙ্গামা’, ‘ধুম’, ‘গোলমাল’, ‘ফির হেরাফেরি’, ‘জনি গদ্দারে’র মতো ছবিতে অভিনয় করেছেন রিমি। রিয়্যালিটি শো ‘বিগ বস’-এও দেখা যায় তাঁকে। ২০১১ সালে শেষবার 'শাগরিদ' ছবিতে দেখা গিয়েছিল। তারপরই অভিনয় থেকে সন্ন্যাস।
বছর ষোলো পর ফের শিরোনামে রিমি। এবার অবশ্য অভিনয়ের জন্য নয়। কারণ, পেশা বদলে ফেলেছেন অভিনেত্রী। বর্তমানে দুবাইয়ে রিয়েল এস্টেট এজেন্ট হিসাবে কর্মরত রিমি। তাঁর সম্পত্তির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৮০-৮৫ কোটি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবন নিয়ে খোলামেলা আলোচনায় বাঙালি কন্যা। একসময়ের দাপুটে অভিনেত্রীর চেহারাগত নানা পরিবর্তন নাকি লক্ষ্য করেছেন নেটিজেনরা। অনেকের দাবি, আগের চেহারার সঙ্গে নাকি বর্তমানে মিল পাওয়া যায় না। যদিও রিমির দাবি, চেহারার পরিবর্তনের জন্য তিনি কিছু করেননি। ফিলার্স, বোটক্সের মতো কোনও সার্জারি করাননি রিমি। শুধুমাত্র সুষম ডায়েট এবং শৃঙ্খলাই তাঁর জীবনে বদল এনেছে।
বাঙালিকন্যা হলেও বর্তমানে তিনি দুবাই নিবাসী। দুবাইয়ের ঢালাও প্রশংসা করেন রিমি। তাঁর মতে, " এখানে জীবন অত্যন্ত সহজ, সরল। আবার বিলাসবহুল ও আরামদায়কও। দুবাইতে মন্দির, মসজিদ সবই রয়েছে। দুবাই মানুষ আপন করে নিতে জানে।"
রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভারতের সঙ্গে দুবাইয়ের তুলনাও শোনা যায় একসময়ের অভিনেত্রী রিমি সেনের গলায়। ভারত মোটেও ব্যবসাবান্ধব নয় বলেই দাবি রিমির।
খানিক নিন্দার সুরে তিনি বলেন, "এখানে সরকার বদলাতে থাকে। এক লহমায় সরকারের নীতি বদলে যায়। যা মানুষের জীবনকে অসহনীয় করে তোলে। হাজার হাজার কর। বহু জটিলতা। ভারতে আর ব্যবসাবান্ধব পরিবেশ নেই।"
ভারতে ব্যবসাবান্ধব পরিবেশ না থাকার ফলেই সম্ভবত দুবাইতে পাড়ি জমান অভিনেত্রী। সেখানে বর্তমানে রিয়েল এস্টেট সংস্থাও রয়েছে তাঁর। রিমি বলেন, "এখানে আপনাকে শুধু লাইসেন্সপ্রাপ্ত এজেন্ট ও এজেন্সির মাধ্যমেই কাজ করতে হয়। ডেভেলপাররা তাঁদের কাজ করেন, এজেন্সিরা তাদের অংশ সামলায় - সবকিছুর জন্য একটা স্পষ্ট নিয়মকানুন রয়েছে।"
Published By: Sayani SenPosted: 04:33 PM Jan 25, 2026Updated: 04:33 PM Jan 25, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
