Advertisement
মাহভাশ পর্ব অতীত, 'বিগ বস' খ্যাত লাস্যময়ীর সঙ্গে ডেটিং করছেন চাহাল? জল্পনা তুঙ্গে
টেলিভিশনে বেশ পরিচিত মুখ এই সুন্দরী।
ধনশ্রী বর্মার সঙ্গে ভারতীয় ক্রিকেটারের বিবাহবিচ্ছেদ নিয়ে কম জলঘোলা হয়নি। তাঁর নাম জড়ায় আরজে মাহভাশের সঙ্গে। যা ক্রমে মাখোমাখো সম্পর্কে পরিণত হয়। তবে দু’জনের কেউই ‘প্রেম’ স্বীকার করেননি। কিন্তু ‘প্রেম ভাঙা’ বেশ সজোরেই ঘোষণা করে দিচ্ছেন। ইনস্টাগ্রামে একে-অপরকে ‘আনফলো’ করেছেন যুজবেন্দ্র চাহাল। এবার কি তাঁর জীবনে আরও এক লাস্যময়ী? 'বিগ বস' খ্যাত শেফালি বগ্গার সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন প্রকাশ্যে এসেছে।
সম্প্রতি মুম্বইয়ের রাস্তায় চাহালকে দেখা গিয়েছে জনপ্রিয় সঞ্চালিকা শেফালির সঙ্গে। এর পর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা তুঙ্গে।
এখানেই শেষ নয়। একটি ক্যাফে থেকে দু'জনকে বেরিয়ে আসতেও দেখা যায়। যা দেখে পাপারাজ্জিরা ক্যামেরাবন্দি করেন।
পাপারাজ্জিদের সামনে তাঁদের অস্বস্তিতেও পড়তে দেখা যায়নি। হাসিমুখে পোজও দিয়েছেন তাঁরা। তবে ক্যামেরার সামনে দু'জন আলাদা আলাদা দাঁড়ান।
তাছাড়াও এক ভিডিওতে চাহাল ও শেফালি খোশমেজাজে গল্প করতে দেখা গিয়েছে। এরপর সম্পর্ক নিয়ে জোর চর্চা শুরু হয়। যদিও দু'জনেই এই সম্পর্ক নিয়ে স্পিকটি নট থাকায় আরও বেশি জল্পনা তৈরি হয়েছে।
টেলিভিশনের বেশ পরিচিত মুখ শেফালি। তবে ক্রিকেটের সঙ্গেও তাঁর যোগ রয়েছে। অতীতে ক্রিকেটের বহু অনুষ্ঠানে সঞ্চালনা করতে দেখা গিয়েছে তাঁকে। আইপিএলের মতো মঞ্চে তিনি সঞ্চালনা করেন।
সেই শেফালির সঙ্গে চাহালকে দেখে নেটিজেনরা বলছেন, তাহলে কি ভারতীয় ক্রিকেটার নতুন করে ডেটিং করছেন? অনেকেরই প্রশ্ন, এই সম্পর্ক কি নিছকই বন্ধুত্ব নাকি এর আড়ালে অন্য কোনও রসায়ন?
সময়টা ভালো যাচ্ছে না যুজবেন্দ্র চাহালের। কেরিয়ারের ঘোর দুঃসময়। শেষ ৩ বছর জাতীয় দলের জার্সিতে ডাক পাননি। ঘরোয়া ক্রিকেটেও আর নিয়মিত খেলেন না। তাঁর ব্যক্তিগত জীবনও দীর্ঘদিন ধরে চর্চায়।
যে আরজে মাহভাশ বিপদকালে পাশে ছিলেন, তাঁর সঙ্গেও সম্পর্ক ভাঙার পথে। সোশাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ বার্তাও দিচ্ছেন চাহাল। ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন তিনি।
পোস্টে লেখা, ‘কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, সবাইকে সব কিছু ব্যাখ্যা করতে যেও না। কখনও কখনও চুপ থাকাই ভালো। আর বাকিদের ভাবতে দাও যে তুমিই ভুল।’
অনেকেই বলছেন, বার্তাটি আসলে মাহভাশের উদ্দেশে। দীর্ঘদিন ধরেই ইনস্টাগ্রামে একে অন্যকে ‘ফলো’ করতেন। কিন্তু এখন আর সেটা করেন না। মাহভাশ এবং চাহাল নাকি একে অপরকে ‘আনফলো’ করে দিয়েছেন। সদ্য নেটপ্রভাবী বারিন্দর চাওলা বিষয়টি প্রকাশ্যে এনেছেন। তারপরই সোশাল মিডিয়ায় গুঞ্জন, তাহলে কি মাহভাশও চাহালের সঙ্গ ছাড়লেন। ইদানীং দু’জনকে একসঙ্গে দেখাও যায় না। ফলে জল্পনা আরও বাড়ছে।
Published By: Prasenjit DuttaPosted: 09:38 PM Jan 25, 2026Updated: 09:38 PM Jan 25, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
