Advertisement
দেশপ্রেমে ভরপুর, সাধারণতন্ত্র দিবসের ছুটি কাটান এই সিনেমা-সিরিজে
কোন কোন ছবি দেখবেন?
এবার নেতাজি জন্মজয়ন্তীতে পড়েছিল সরস্বতী পুজো। ওইদিন ছুটি কাটিয়েছেন অনেকেই। তারপর শনি ও রবিবার। সঙ্গে উপরি পাওনা সোমবারের সাধারণতন্ত্র দিবস। সবমিলিয়ে চারদিনের লম্বা ছুটি। ছুটি মানেই বাক্সপ্যাঁটরা নিয়ে বেরিয়ে পড়ার সুযোগ পান না অনেকেই। তবে বাড়ি বসে সময় কাটাতে সিনেমা কিংবা সিরিজে ডুব দিতে পারেন। তাতেও সময় মন্দ কাটবে না। সাধারণতন্ত্র দিবসের আগে দেশাত্মবোধক কোনও সিনেমা দেখতে চাইছেন? কী কী ওয়াচলিস্টে রাখবেন বুঝতে পারছেন না তাই তো? আপনার জন্য রইল তালিকা।
শ্রীরাম রাঘবন পরিচালিত একাত্তর সালের বসন্তর যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি ‘ইক্কিস’। সেকেন্ড লেফটেন্যান্ট অরুণ ক্ষেত্রপালের বায়োপিক। একদিকে যুদ্ধের উত্তেজনা, অন্যদিকে ব্যক্তিগত জীবনের সংঘাত - একে ঘিরেই গড়ে উঠেছে ছবির কাহিনি। একাত্তর সালের বসন্তর যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে শহিদ সেকেন্ড লেফটেন্যান্ট পিভিসি অরুণ ক্ষেত্রপালের বাবার ভূমিকায় অভিনয় করেছেন ধর্মেন্দ্র। যা দর্শকদের কাছে সত্যিই যেন বাড়তি পাওনা।
১৯৯৭ সালের কালজয়ী সিনেমা 'বর্ডার'-এর সিক্যুয়েল 'বর্ডার ২'। অনুরাগ সিং পরিচালিত ‘বর্ডার ২’ ছবির মুখ্য ভূমিকায় সানি দেওল রয়েছেন। জওয়ানের ভূমিকায় দেখা গিয়েছে বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্ঝ, অহন শেট্টি-সহ একঝাঁক বলিউড তারকাকে। বক্স অফিসে ক্রমশ বাড়ছে ছবির আয়। তাই এই ছবিটিকেও রাখতেই হবে ওয়াচলিস্টে।
এযাবৎকাল একাধিক ভারতীয় সিনেমা বিদেশের মাটিতে তুমুল জনপ্রিয়তা লাভ করেছে। সেই তালিকায় যেমন বলিউড সিনেমা রয়েছে, তেমনই ডাকসাইটে বাজেটের দক্ষিণী ছবি আছে। এবার বিশ্বজুড়ে সর্বকালের সেরা ব্যবসা করা পাঁচ ভারতীয় সিনেমার তালিকায় রয়েছে 'ধুরন্ধর'। সাধারণতন্ত্র দিবসের ছুটিতে এই ছবিটিও দেখে নিতেই পারেন।
যুদ্ধের প্রেক্ষাপটে দেশাত্মবোধক সিনেমা বলিউডে আগেও হয়েছে। তবে ফারহান আখতার অভিনীত ‘১২০ বাহাদুর’ যেন সেই তালিকায় নতুন মাইলস্টোন। ১৯৬২ সালের রেজাং লা যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি ‘১২০ বাহাদুর’। চিনের বিরুদ্ধে শত প্রতিকূলতার মাঝেও ১৩ কুমায়ুন রেজিমেন্টের চ্যালি কোম্পানির ১২০ জন জওয়ান কীভাবে নিজেদের জীবন বাজি রেখে লড়েছিলেন সেই বীরত্বের গাথাই ফুটে উঠেছে রজনীশ ঘাই পরিচালিত এই ছবিতে। বক্স অফিসে খুব একটা সাড়া ফেলতে পারেনি। তবে সিনে সমালোচকরা এই ছবির মার্কশিটে ফুলমার্কস বসিয়েছেন। আবার দর্শকমহলেও বহুল প্রশংসিত ‘১২০ বাহাদুর’।
জালিয়ানওয়ালাবাগের ‘অভিশপ্ত’ স্মৃতি ফিরিয়েছে ‘কেশরী ২’। অক্ষয় কুমারকে দেখা গিয়েছে সি শংকরণ নায়ারের ভূমিকায়। যিনি তৎকালীন ব্রিটিশরাজ জেনারেল ডায়ারের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন। শুধু তাই নয়, আদালতে দাঁড়িয়ে সমস্ত ব্রিটিশ কর্মীদের সামনেই ইংরেজ সরকারকে তুলোধোনা করেছিলেন। সেই বীর বিক্রম আইনজীবীর কাহিনিই পর্দায় ফুটিয়ে তুলেছেন অক্ষয় কুমার। আপনি চাইলে এই ছবিটিও দেখে নিতেই পারেন।
কাশ্মীরি মেয়ে আলিয়া ভাট গুপ্তচরবৃত্তিতে যোগ দেন। তারপর পাকিস্তানি সেনা অফিসারের সঙ্গে বিয়ে। কাঁটাতার পেরিয়ে তাঁকে চলে যেতে হয় পাকিস্তানে। তারপর কোন দিকে মোড় নেয় ছবির গল্প। তা জানতে 'রাজি' আপনাকে দেখতেই হবে।
উরিতে সন্ত্রাস হামলা এবং তার জবাবে ভারতীয় সেনার পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক৷ সবমিলিয়ে তৈরি ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’৷ প্রযুক্তি, সংলাপ ও ভিকি কৌশলের অভিনয় মুন্সিয়ানায় দর্শকদের মন ছুঁয়ে গিয়েছে পরিচালক আদিত্য ধরের এই ছবি। একবার দেখে নিতেই পারেন।
আপনার ওয়াচলিস্টে সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারার ‘শেরশাহ’ রাখতেই পারেন। 'শেরশাহ' বিক্রম বাত্রার কোড নেম। ১৯৯৯-এ যখন কার্গিলে ভারত-পাকিস্তান যুদ্ধ বেঁধে গিয়েছে, তখন ভারতীয় ভূখণ্ড পুনরুদ্ধারের দায়িত্ব নিয়ে এগিয়ে গিয়েছিলেন অকুতোভয় বিক্রম। প্রাণোচ্ছ্বল সেই তরুণের জীবন কাহিনিকেই দর্শকদের সামনে হাজির করেছেন পরিচালক বিষ্ণু বর্ধন।
Published By: Sayani SenPosted: 06:29 PM Jan 25, 2026Updated: 06:29 PM Jan 25, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
