Advertisement
কমবে না বিশ্বকাপের জৌলুস! অতীত পারফরম্যান্সে বাংলাদেশের থেকে একটুও পিছিয়ে নেই স্কটল্যান্ড
শেষ ৩ বিশ্বকাপেই নজর কেড়েছে স্কটল্যান্ড। একনজর দু'দেশের পারফরম্যান্স।
আইসিসির উপর চাপ দিয়েও ভেন্যুবদলের প্রস্তাবে রাজি করাতে না পেরে টি২০ বিশ্বকাপ বয়কট করেছে বাংলাদেশ। আইসিসিও বাংলাদেশের জন্য অহেতুক অপেক্ষা না করে বিকল্প হিসাবে ঘোষণা করেছে স্কটল্যান্ডের নাম। অনেকের দাবি, এতে নাকি জৌলুস কমবে বিশ্বকাপের। আর্থিক ক্ষতি তো হবেই, সেই সঙ্গে কমবে টুর্নামেন্টের মান।
এ কথা অস্বীকার করার উপায় নেই যে বাংলাদেশ না খেললে কিছুটা আর্থিক ক্ষতি হবে আইসিসির। বাংলাদেশ বিশ্ব ক্রিকেটের অন্যতম অংশীদার। সে দেশে ক্রিকেটের দর্শক প্রায় ২০ কোটি। ফলে কিছুটা আর্থিক ক্ষতি হয়তো আইসিসির হবে।
কিন্তু মাঠের খেলার মানে খুব একটা পার্থক্য হবে কী? সম্ভবত না। কারণ শেষ তিনটি টি-২০ বিশ্বকাপের নিরিখে বিচার করলে দেখা যাবে স্কটিশরা কোনও অংশেই বাংলাদেশের থেকে কম যায় না।
এমনিতে বিশ্বকাপে খেলতে হলে যোগ্যতা অর্জন করতে হয়। বাংলাদেশের যোগ্যতা অর্জন করেই বিশ্বকাপে খেলার কথা ছিল। স্কটল্যান্ড বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেনি। বিশেষ পরিস্থিতিতে অবশ্য আইসিসি চাইলে নিজেদের বাছাই করা দলকে সুযোগ দিতেই পারে। ২০০৯ সালে জিম্বাবোয়ে রাজনৈতিক কারণে ইংল্যান্ডকে দল পাঠায়নি। যার ফলে আইসিসি সেবারও স্কটল্যান্ডকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ দেয়। এবারও তেমনটাই হল।
ইউরোপের ক্রিকেট সার্কিটে স্কটল্যান্ড বেশ সমীহ আদায় করেছে। এই দেশটি আইসিসির অ্যাসোসিয়েট সদস্য। শেষ তিন টি-২০ বিশ্বকাপে বেশ ভালো পাফরম্যান্স রয়েছে তাদের।
২০২৪ বিশ্বকাপে তারা হারায় ইংল্যান্ডকে। সেবার গ্রুপে তৃতীয় হয়েছিল স্কটল্যান্ড। অল্পের জন্য তারা যেতে পারেনি পরের রাউন্ডে। ২০২২ সালে স্কটল্যান্ড হারায় ওয়েস্ট ইন্ডিজের মতো প্রতিষ্ঠিত দলকেও। যদিও সেবারও তারা অল্পের জন্য সুপার-১২ যেতে পারেনি।
২০২১ সালে সুপার-১২ রাউন্ডে উঠেছিল। সেবার ৮ ম্যাচের মধ্যে ৩টি জিতে যায় স্কটল্যান্ড। সেবার সরাসরি লড়াইয়ে বাংলাদেশকেও হারায় স্কটিশরা।
সব মিলিয়ে শেষ ৩ বিশ্বকাপে ৬টি ম্যাচ জিতেছে স্কটল্যান্ড। হার মাত্র ৮ ম্যাচে। একটি ম্যাচ অমীমাংসিত থেকেছে। এর মধ্যে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশের বিরুদ্ধেও জয় রয়েছে স্কটিশদের। একবার বিশ্বকাপের সুপার ১২ রাউন্ডেও খেলেছে।
স্কটল্যান্ডের তুলনায় বাংলাদেশ প্রবীণ ক্রিকেট খেলিয়ে। প্রায় ৩ দশক টানা আইসিসি ইভেন্টে খেলছেন টাইগাররা। অথচ শেষ ৩ টি-২০ বিশ্বকাপের পারফরম্যান্সে স্কটিশদের খুব একটা ছাপিয়ে যেতে পারেনি বাংলাদেশ।
শেষ ৩ বিশ্বকাপে বাংলাদেশ জিতেছে মাত্র ৭ ম্যাচ। হেরেছে ১৩টি। এর মধ্যে ২০২৪ বিশ্বকাপ বাদ দিলে আগের দুই বিশ্বকাপে আহামরি পারফরম্যান্স ছিল না টাইগারদের। একুশে এই স্কটিশদের কাছেই হারেন শাকিব আল হাসানরা। সেবার ১৬ দলের মধ্যে ১১ নম্বর হয় বাংলাদেশ। ২০২২-এ তাঁরা ১৬ দলের মধ্যে নবম হয়। জিতেছিল মাত্র দুটো ম্যাচ। একমাত্র ২০২৪ সালে বাংলাদেশ সুপার এইটে উঠেছিল।
Published By: Subhajit MandalPosted: 12:32 PM Jan 25, 2026Updated: 04:42 PM Jan 25, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
