Advertisement
প্যারিস ফ্যাশন উইকে আলিয়া-ঐশ্বর্যর গ্ল্যামারের দাপট, হলিউডের আর কোন নায়িকাকে দেখা গেল?
এই প্রথমবার প্যারিস ফ্যাশন উইকের র্যাম্পে হাঁটলেন আলিয়া। সবচেয়ে বেশি হাততালি নাকি তিনিই পেয়েছেন।
প্যারিস ফ্যাশন উইকে বলিউড গ্ল্যামারের দ্যুতি ছড়ালেন আলিয়া ভাট ও ঐশ্বর্য রাই বচ্চন। একই প্রসাধনী সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর দুজন। সেই সূত্রেই এই র্যাম্পওয়াক।
এই প্রথমবার প্যারিস ফ্যাশন উইকে হাঁটলেন আলিয়া। কালো অফশোল্ডার জাম্পস্যুটের সঙ্গে মেটালিক সিলভার বাস্টিয়ার পরেছিলেন বলিউডের 'গাঙ্গুবাঈ'। সবচেয়ে বেশি হাততালি নাকি তিনিই পেয়েছেন।
ঐশ্বর্য অবশ্য প্যারিস ফ্যাশন উইকে বেশ অভিজ্ঞ। এবারে সাটিনের লাল গাউন পরেছেন বচ্চন পরিবারের বধূ। তার সঙ্গেই ছিল বোল্ড রেড লিপস্টিক। হাতে তাঁর বিয়ের আংটিও ছিল।
এদিন প্রসাধনী সংস্থার হয়ে হলিউডের একাধিক নায়িকাকে মার্জার সরণিতে দেখা যায়। আলিয়ার সঙ্গে পোজ দেন আমেরিকান অভিনেত্রী অ্যান্ডি ম্যাকডোয়েল।
Published By: Suparna MajumderPosted: 10:48 AM Sep 24, 2024Updated: 10:48 AM Sep 24, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ