Advertisement
রিইউনিয়ন... হারানো বন্ধু, প্রাক্তনদের বুকে টেনে পঁচিশে চর্চায় থাকলেন যাঁরা
রণবীর-দীপিকা থেকে শাহিদ-করিনা, কারা রয়েছেন সেই তালিকায়?
কথাতেই আছে, সময় সব ক্ষত ভুলিয়ে দেয়। বন্ধুদের সঙ্গে মান-অভিমান মেটানো থেকে প্রাক্তনদের সঙ্গে আলিঙ্গন, পঁচিশ সাল এহেন বহু দৃশ্য উপহার দিয়েছে এযাবৎকাল। সেই তালিকার শীর্ষে প্রাক্তন কাপুর জুটি! ২০০৭ সালে শাহিদ-করিনার প্রেম ভাঙার খবরে তোলপাড় হয়ে যায় বলিউড! কারণ তার ঠিক মাসখানেক আগেই জুটির ঘনিষ্ঠ মুহূর্ত দাবানল গতিতে ভাইরাল হয়ে পড়েছিল। তাঁদের একে-অপরের ঠোঁটে ঠোঁট ডোবানোর মুহূর্ত দেখে অনেকেই চোখ ঢেকেছিল। তার পরই ব্রেকআপ! কথা তো দূরঅস্ত, মুখ দেখাদেখি পর্যন্ত বন্ধ ছিল শাহিদ কাপুর এবং করিনা কাপুরের। ২০২৫ সালের মার্চ মাসে ১৮ বছর বাদে শাহিদ-করিনা একমঞ্চে ধরা দেন। IFFA-র মঞ্চে 'প্রাক্তন' প্রেমিককে বুকে টেনে নেন করিনা কাপুর খান।
শাহরুখ খানের ফিল্মি কেরিয়ারের অন্যতম ‘হিট নায়িকা’ রানি মুখোপাধ্যায়। একসময় বলিউডে শাহরুখ-রানি মানেই সিনেমা সুপারহিট। শুরুটা হয়েছিল ‘কুছ কুছ হোতা হ্যায়’ থেকে। পরবর্তীতে ‘চলতে চলতে’, ‘বীর-জারা’, ‘কভি আলবিদা না কহেনা’র মতো একাধিক ছবিতে রোম্যান্টিক জুটি হিসেবে ব্লকবাস্টার পারফরম্যান্স উপহার দিয়েছেন তাঁরা। কিং খানের ‘কভি খুশি কভি গম’ ছবিতেও ক্যামিও চরিত্রে ছিলেন রানি মুখোপাধ্যায়। জাতীয় পুরস্কারের আসরে প্রায় দু’ দশক বাদে একফ্রেমে ধরা দিয়ে নস্ট্যালজিয়া উসকে দেন শাহরুখ-রানি।
চব্বিশ সালেই অর্জুন-মালাইকার ছয় বছরের পোক্ত সম্পর্কে যতিচিহ্ন পড়েছে! যদিও নিজেদের বিচ্ছেদ প্রসঙ্গে কোনওদিনই খুল্লমখুল্লাভাবে মুখ খোলেননি তারকাজুটি, তবে ভাঙনের খবর বিটাউনে চাপা থাকেনি। তবে প্রেম ভাঙলেও বন্ধুত্ব বজায় রেখেছেন দুই তারকা। মালাইকার পিতৃবিয়োগের সময়ে পাশে থেকেছেন অর্জুন। আবার সেপ্টেম্বর মাসে মুম্বইয়ে 'হোমবাউন্ড'-এর প্রিমিয়ারে প্রাক্তন জুটিকে ক্যামেরার সামনেই আলিঙ্গন করতে দেখা যায়।
পকেট মানি দিয়ে সলমনের পোস্টার কিনতেন একসময়ে সুস্মিতা সেন। সেই সময় 'ম্যাঁয়নে প্যায়ার কিয়া' মুক্তি পেয়েছিল। এমনকী সুস্মিতার বাবা-মাও নাকি তাঁকে সবসময় ভয় দেখাতেন, হোমওয়ার্ক সময়মতো না হলে পোস্টারগুলো ছিঁড়ে ফেলা হবে!'বিবি নং ১'-এর সেটে সলমনের সঙ্গে প্রথম দেখা সুস্মিতার। তারপর তাদের বন্ধুত্ব জমে ওঠে। অন্ধ ভক্ত থেকে সলমনের নায়িকা হওয়ার জার্নি যে অভিনেত্রীর কাছে বরাবর স্পেশাল, সেটা সবসময়ে তিনি বলেছেন। অক্টোবর মাসে ডিজাইনার বিক্রম ফাডনিসের ফ্যাশন শোতে সলমন-সুস্মিতা ব়্যাম্প মাতান। একে-অপরকে আলিঙ্গনও করেন।
একসময়ে দুই তারকার প্রেমের গুঞ্জন দাবানল গতিতে ছড়িয়ে পড়ে সিনেদুনিয়ায়। অক্ষয়-শিল্পার বিয়ে হবে বলে সব কিছু ঠিকঠাক হয়ে গিয়েছিল। কিন্তু, পরিচালক সুনীল দর্শন জানান, বিয়ের আগে শিল্পার মা-বাবা নাকি বেশ কিছু শর্ত রাখেন অক্ষয়ের সামনে। সেখানেই নাকি অশান্তির সূত্রপাত। আবার শোনা যায়, শিল্পা জানতে পেরে গিয়েছিলেন যে তাঁর পাশাপাশি টুইঙ্কল খন্নার সঙ্গেও সমান তালে সম্পর্ক রেখেছিলেন অক্ষয়। তারপরই ব্রেকআপ! তবে মাসখানেক আগে এইচটি ইন্ডিয়ার মোস্ট স্টাইলিশ অ্যাওয়ার্ডস ২০২৫-এ নস্টালজিয়া উসকে মঞ্চে নেচে বাজিমাত করেন অক্ষয় কুমার এবং শিল্পা শেট্টি।
ব্রেকআপের পর কাপুর-নন্দন এবং দীপিকা, দু'জনেই কাজের ক্ষেত্রে পেশাদারি মনোভাব বজায় রেখেছেন। ব্যক্তিগত জীবনের আবেগ কখনওই তাঁদের কাজের ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়ায়নি। গত অক্টোবর মাসে প্রাক্তন রণবীর কাপুরকে দেখে জড়িয়ে ধরেন দীপিকা পাড়ুকোন। শুধু তাই নয়, বিমানবন্দরে ইলেকট্রিক শাটল থামিয়ে রীতিমতো হাসিমুখে কুশল-মঙ্গল বিনিময় করেন রণবীরের সঙ্গে।
চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে গোটা বলিউডকে চমকে দিয়ে ভরত তখতানির সঙ্গে ডিভোর্স ঘোষণা করেন এষা দেওল। তবে সন্তানদের মুখ চেয়ে পারিবারিক আড্ডায় মাসখানেক আগে ধরা দেন তাঁরা। সম্প্রতি ধর্মেন্দ্রর দিল্লির স্মরণসভাও আয়োজন করেছিলেন এষা এবং দেওলদের প্রাক্তন জামাই ভরত তখতানি। যে থবি ছড়িয়ে পড়তেই সম্পর্ক জোড়া লাগার গুঞ্জনে তোলপাড় হয় বলিউড। (ছবি- সংগৃহীত)
Published By: Sandipta BhanjaPosted: 09:03 PM Dec 29, 2025Updated: 09:26 PM Dec 29, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
