Advertisement
অভিষেকের ঝড় থেকে শাহিনের কামব্যাক! কেমন হতে পারে এশিয়া কাপের সেরা একাদশ?
পাকিস্তান-বাংলাদেশ থেকে সুযোগ পেতে পারেন ক'জন?
শেষ লগ্নে এশিয়া কাপ। রবিবার ভারত-পাকিস্তান ফাইনাল। তার আগে কেমন হতে পারে সেরা একাদশ? ওপেন অবশ্যই করবেন অভিষেক শর্মা। ৬ ম্যাচে করেছেন ৩০৯ রান। গড় ৫১.৫০। মেরেছেন ৩১টি ছক্কা ও ১৯টি চার। ৩০৯ রান পকেটে নিয়ে এই এশিয়া কাপে তিনিই সর্বোচ্চ রান সংগ্রাহক।
তাঁর সঙ্গে নামতে পারেন বাংলাদেশি ওপেনার সইফ হাসান। ৪ ম্যাচ খেলে ১৭৮ রান করেছেন। ৮টি চারের পাশাপাশি হাঁকিয়েছেন ১২টি ছক্কা।
পাকিস্তানি ব্যাটার সাহিবজাদা ফারহান এশিয়া কাপে বিতর্কে জড়িয়েছেন। তবে ব্যাট হাতেও পারফরম্যান্স খারাপ নয়। ৬ ম্যাচে রান ১৬০। ৯টি চারের সঙ্গে ৮টি ছয় মেরেছেন। তবে স্ট্রাইক রেট খুবই কম- ১০৭.৩৮।
উইকেটকিপারের দায়িত্ব এসে পড়বে লিটন দাসের কাঁধে। সুপার ফোরের শেষ দুটি ম্যাচ চোটের জন্য খেলতে পারেননি। ৪ ম্যাচে রান ১১৯। ১৩টি চার মেরেছেন।
তারপর আসবেন কুশল পেরেরা। ৬ ম্যাচে ১৪৬ রান করেছেন। স্ট্রাইক রেট ১৩৯। চার মেরেছেন ১৫টি। ভারতের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচেও ৫৮ রান করেন।
মাঝে থাকবেন হার্দিক পাণ্ডিয়া। বিস্ফোরক ব্যাটার ম্যাচের রং বদলে দিতে পারেন। ৪ উইকেট নিয়েছেন। বাংলাদেশের বিরুদ্ধে প্রয়োজনীয় ৩৮ রান করেছেন। ফিনিশারের ভূমিকা নিতে পারেন।
এশিয়া কাপ যেন ফর্মে ফিরিয়ে দিল শাহিন শাহ আফ্রিদিকে। ৬ ম্যাচে ৯ উইকেট তুলেছেন। গড় ১৬। বাংলাদেশের বিরুদ্ধে 'ডু অর ডাই' ম্যাচে নায়ক হয়েছিলেন। ফাইনালে ভারতকে চাপে ফেলতে পারেন।
Published By: Arpan DasPosted: 03:28 PM Sep 27, 2025Updated: 03:28 PM Sep 27, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
