Advertisement
বনতারায় অনন্ত আম্বানির কাছে বিশেষ ঘড়ি উপহার পেলেন মেসি, দাম শুনলে চোখ কপালে উঠবে
অত্যাধুনিক নানান ফিচারে ভরপুর ঘড়িটি।
রাতারাতি লিওনেল মেসির সফরসূচি বদল করে তাঁকে বনতারায় উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল। মেসির আদর-আপ্যায়নে কোনওরকম ত্রুটি রাখেনি মুকেশ আম্বানির পরিবার। সেখানে বিশ্বজয়ী ফুটবলার উপহার হিসাবে পেলেন এক্সক্লুসিভ রিচার্ড মিল ঘড়ি। অত্যন্ত বিরল ঘড়িটি কে তাঁকে উপহার হিসাবে দিয়েছেন?
আম্বানিদের ছোট ছেলে অনন্ত আম্বানির ঘড়ির শখের কথা অনেকেই জানেন। তিনিই মেসিকে লিমিটেড এশিয়া অডিশনের ঘড়িটি উপহার হিসাবে দিয়েছেন। যার দাম শুনলে চোখ কপালে উঠতে বাধ্য।
প্রায় ৩০০০ একর বিস্তৃত বনতারায় ৪৩ প্রজাতির ২০০০ প্রাণী রয়েছে। এশিয়ার বিরল সিংহ, তুষারচিতা, একশৃঙ্গ গণ্ডার-সহ একাধিক বিরলতম প্রাণীর বাসস্থান এই চিড়িয়াখানা। বলা চলে, সেখানে মেসি পুজোও যেমন দিয়েছেন, শুনেছেন সিংহের গর্জনও।
মেসির সঙ্গে ছিলেন লুইস সুয়ারেজ, রদ্রিগো দি পলরা। আর তাঁদের কোম্পানি দিলেন অনন্ত আম্বানি এবং তাঁর স্ত্রী রাধিকা মার্চেন্ট। সেখানে মেসিকে অনন্ত আম্বানি যে ঘড়িটি উপহার দিয়েছেন, তার দাম ১.১ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১০.৯ কোটি টাকা।
রিচার্ড মিলের RM003-V2 GMT Tourbillon Asia Edition-এর ঘড়িটি বিশ্বে রয়েছে মাত্র ১২টা। এই ঘড়ি দেখে রীতিমতো চর্চা শুরু হয়েছে নেটদুনিয়ায়।
ঘড়িটি দেখতে অসাধারণ। যা কালো কার্বন কেসে সাজানো। অর্থাৎ কার্বন টিপিটি (থিন প্লাই টেকনোলজি) দিয়ে তৈরি এই কেস ৩৮ মিমি প্রশস্ত। কী নেই এর মধ্যে? অত্যাধুনিক সব ফিচারে ভরপুর। রয়েছে স্কেলিটোনাইজড ডায়াল। কী সেটা? এই ডায়ালের মাধ্যমে ঘড়িটির অন্তরসজ্জা দেখা যায়।
Published By: Prasenjit DuttaPosted: 01:41 PM Dec 17, 2025Updated: 01:41 PM Dec 17, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
