Advertisement
মিড ডে মিলের পাতে চিকেন বিরিয়ানি, জন্মদিন উপলক্ষে স্কুলের আয়োজনে উচ্ছ্বসিত পড়ুয়ারা
খুশি অভিভাবকরাও।
দক্ষিণ ২৪ পরগনার ফলতা ও রায়দিঘির স্কুলে পড়ুয়াদের মিড ডে মিলে ইলিশের রকমারি পদ পরিবেশন হয়েছিল সম্প্রতি। এবার সাগরদ্বীপের একটি প্রাথমিক স্কুলে মিড ডে মিলে পড়ুয়াদের পাতে পড়ল চিকেন বিরিয়ানি। রোজকার ডাল-ভাত-সয়াবিনের তরকারির পরিবর্তে এমন উপাদেয় খাবার পেয়ে কবজি ডুবিয়ে খেল কচিকাঁচার দল। নিজস্ব চিত্র
প্রত্যন্ত সাগরদ্বীপের কৃষ্ণনগর গান্ধী সেবা সদন অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। সাগর উত্তর চক্রের অধীনে থাকা এই স্কুলটিতে ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় ২০০। শিক্ষক-শিক্ষিকা রয়েছেন ৯ জন। বছরের প্রায় প্রতিমাসেই পড়ুয়াদের কারোর না কারোর জন্মদিন থাকেই। নিজস্ব চিত্র
স্কুল কর্তৃপক্ষ নিয়ম করে মাসের শেষের দিকে সেই মাসে জন্মতারিখ থাকা ছাত্র-ছাত্রীদের জন্মদিন পালন করেন। আর ছাত্রছাত্রীদের জন্মদিনের সেই মাসের শেষে কোনও একটি দিন ঠিক করে স্কুলে রোজকার মিড ডে মিলের পরিবর্তে কচিকাঁচাদের দুপুরের খাবারে পরিবেশন করা হয় উপাদেয় রকমারি সব খাবার দাবার। নিজস্ব চিত্র
স্বাদে বদল আনতে ওই দিনগুলোতে মিড ডে মিলে কখনও পড়ুয়াদের পাতে পড়েছিল মুরগির মাংস, কখনওবা মাছ। আর এবার তাদের পাতে পড়ল চিকেন বিরিয়ানির মত সুস্বাদু পদ। মিড ডে মিলে এমন খাবার পেয়ে খুশি খুদে পড়ুয়ার দল। নিজস্ব চিত্র
স্কুলের প্রধান শিক্ষক মলয়কুমার মণ্ডল জানান, এবার ইচ্ছে ছিল ছাত্রছাত্রীদের জন্মদিনে মিড ডে মিলের পাতে তাদের নতুন কিছু খাওয়ানো হবে। সেই মতোই তাঁরা শিক্ষকরা সকলে মিলে চিকেন বিরিয়ানি খাওয়ানোর সিদ্ধান্ত নেন। নিজস্ব চিত্র
তাঁরা শিক্ষকরা মিলে নিজস্ব অর্থে মিড ডে মিলে আয়োজন করেন স্কুলের সমস্ত পড়ুয়াদের জন্য চিকেন বিরিয়ানি। এদিকে মিড ডে মিলের পাতে এমন উপভোগ্য নতুনত্বের ছোঁয়ায় খুশি অভিভাবকরাও। নিজস্ব চিত্র
Published By: Suhrid DasPosted: 08:46 PM Aug 25, 2025Updated: 10:49 PM Aug 25, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
