-
- ফটো গ্যালারি
- China president xi jinping declares asian games 2023 officially open
আলো ঝলমলে বর্ণাঢ্য অনুষ্ঠানে এশিয়ান গেমসের সূচনা, শাড়ি-কুর্তায় শোভাযাত্রা ভারতীয় দলের
সুসজ্জিত হয়ে শোভাযাত্রা করলেন ভারতীয় অ্যাথলিটরা।
Tap to expand
চিনের হ্যাংঝাউতে ১৯তম এশিয়ান গেমসের সূচনা হয়ে গেল। সরকারি ভাবে গেমসের সূচনার কথা ঘোষণা করলেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং।
Tap to expand
রীতিমতো আলো ঝলমলে, বর্ণাঢ্য অনুষ্ঠানে এশিয়ান গেমসের সূচনা করলেন আয়োজকরা।
Tap to expand
চিনের হ্যাংঝোউয়ে এশিয়ান গেমস আজ থেকে শুরু হয়ে চলবে ৮ অক্টোবর পর্যন্ত।
Tap to expand
স্টেডিয়াম জুড়ে আলোর রোশনাই, আর রংয়ের খেলা যেন প্রাণ ভরিয়ে দিল দর্শকদের। সেই সঙ্গে মনোরম সুরও মুগ্ধকর।
Tap to expand
এবার এশিয়ান গেমসে ভারতের প্রতিনিধিত্ব করবেন ৬৩৪ জন ক্রীড়াবিদ। মোট ৩৮টি খেলায় অংশ নেবেন ভারতীয়রা।
Tap to expand
ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন এশিয়ান গেমসের জন্য ৮৫০ জন ক্রীড়াবিদের নাম সুপারিশ করেছিল কেন্দ্রীয় সরকারের কাছে। প্রতিযোগিতার যোগ্যতা অর্জন এবং অন্য বিষয়গুলি খতিয়ে দেখার পর ৬৩৪ জন ক্রীড়াবিদকে ছাড়পত্র দেয় ক্রীড়ামন্ত্রক।
Tap to expand
এবারের গেমসে ভারতীয় দলের পতাকাবাহক ছিলেন বক্সার লভলিনা এবং পুরুষ হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিং।
Tap to expand
সব থেকে বড় দল যাচ্ছে অ্যাথলেটিক্সের। ৬৫ জনের দলে পুরুষ খেলোয়াড় ৩৪ জন এবং মহিলা খেলোয়াড় ৩১ জন। এবার অ্যাথলেটিক্সে পদকের আশাও বেশি দেখছে ভারত।
Tap to expand
গত বারের গেমসে ভারতের ৫৭২ জন খেলোয়াড় অংশগ্রহণ করেছিলেন। ১৬টি সোনা-সহ ৭০টি পদক জিতেছিল ভারত।
Tap to expand
এবারে ভারতের সম্প্রচারকারী সংস্থার স্লোগান আব কি বার ১০০ পার। অর্থাৎ ১০০টির বেশি পদক জেতার আশা করছে ভারত।
Published By: Subhajit MandalPosted: 07:51 PM Sep 23, 2023Updated: 07:53 PM Sep 23, 2023
সুসজ্জিত হয়ে শোভাযাত্রা করলেন ভারতীয় অ্যাথলিটরা।