Advertisement
ইস্টবেঙ্গলের আর্কাইভ উদ্বোধন মুখ্যমন্ত্রীর, ফের দেখালেন 'খেলা'
দিনে ১০০ বার বল নাচান তিনি, জানালেন মমতা।
বুধবার ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠাতার স্মৃতিতে নির্মিত 'রাজা সুরেশ চন্দ্র চৌধুরী' মেমোরিয়াল আর্কাইভের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন ইস্টবেঙ্গলের নবনির্মিত সংগ্রহশালারও প্রশংসা করতে শোনা যায় মুখ্যমন্ত্রীকে। তিনি বলেন, “এটি বিশ্বের অন্যতম সেরা সংগ্রহশালা। ভবিষ্যতের জন্য দুর্দান্ত পদক্ষেপ।এটা প্রত্যেকটা ক্লাবের করা উচিত।”
নবনির্মিত সংগ্রহশালা ঘুরে দেখেন মমতা। লাল-হলুদ তাঁবুর পরিকাঠামোগত উন্নয়নের জন্য রাজ্য সরকারের তরফে অতিরিক্ত ৫০ লক্ষ টাকা অনুদান ঘোষণা করেন তিনি।
Published By: Subhajit MandalPosted: 09:34 PM Aug 17, 2022Updated: 09:34 PM Aug 17, 2022
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
