Advertisement
লাবুবুর পর নয়নের মণি মিরুমি, নতুন এই পুতুলের বৈশিষ্ট্য যেন রোবটকেও হার মানায়!
মিরুমি একসময় আপনার বিশ্বস্ত সঙ্গীও হয়ে উঠতে পারে।
চোখ গোল গোল। বড় বড় দাঁত। লম্বা লম্বা কান। এমন অদ্ভুত দর্শন লাবুবু পুতুলেই একসময় মন মজেছিল সকলের। আট থেকে আশি সকলের মুখে মুখে ফেরে সেই পুতুলের কথা।
পুতুলটি তৈরি করেন হংকংয়ের শিল্পী কাসিং লুং। ২০১৯ সালে চিনের খেলনা প্রস্তুতকারক সংস্থা 'পপমার্ট' এই পুতুল বাজারে বিক্রি শুরু করে। চিনের বাজার ছেয়ে যায় পুতুলটি।
অল্প কয়েকদিনের মধ্যে ভারতে জনপ্রিয়তা পায় 'লাবুবু'। কেউ কেউ বাড়িতে রাখেন এই পুতুল। আবার কেউ কেউ তা ব্যাগে চাবির রিং হিসাবে কাজে লাগান।
কিম, রিহানা থেকে মিমি, ঋতাভরী সকলেই লাবুবু জ্বরে কাত হয়ে গিয়েছিলেন। সোশাল মিডিয়ায় তারকারা নিজে সেই ছবি শেয়ারও করেছিলেন।
তবে এখন লাবুবু অতীত। এবার বাজার মাতাচ্ছে মিরুমি। ছোট্ট লোমশ এই পুতুলই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। সোশাল মিডিয়ায় নতুন এই পুতুল নিয়ে চলছে জোর আলোচনা।
জাপানের ইউকাই ইঞ্জিনিয়ারিং সংস্থা মিরুমি পুতুলটি তৈরি করে। এই সংস্থাটি রোবটিক্স বিশেষজ্ঞ। মিরুমিরও রয়েছে নানা বৈশিষ্ট্য। যা নাকি রোবটকেও হার মানাতে বাধ্য। আর সে কারণেই অল্প সময়ে সকলের মন ছুঁয়েছে ছোট্ট পুতুল।
শুধু সুন্দর, মিষ্টি চেহারাই নয়। মিরুমি সাধারণ খেলনাও নয়। মিরুমি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে স্পর্শ বা শব্দ শুনে প্রতিক্রিয়া দিতে পারে। মাথা ঘুরিয়ে তাকাতে পারে।
অনেকে ব্যাগে মিরুমি লাগাচ্ছেন। চাবির রিং হিসাবেও ব্যবহার করছেন। ব্যাগে থাকা পুতুল শুধু আপনার ব্যাগের সৌন্দর্য বৃদ্ধি করবে তা নয়। আবার মিরুমি ব্যাগের হাতল ধরে থাকতে পারে।
Published By: Sayani SenPosted: 04:28 PM Jan 10, 2026Updated: 04:28 PM Jan 10, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
