Advertisement
যশের সঙ্গে গাড়িতে উদ্দাম যৌনতা! 'ডান্সিং কার'-এর দৃশ্যে নাতালি নন, কে এই 'টক্সিক' বিদেশিনী?
লাস্যময়ীকে দেখতে হুড়োহুড়ি! জানেন নায়িকার পরিচয়?
অন্ধকার জগৎ, গ্যাংস্টার গাথা সিনেদুনিয়ার পর্দায় নতুন নয়। তবুও 'কেজিএফ' স্টার যশের 'টক্সিক' টিজার নিয়ে নেটভুবনে চর্চার অন্ত নেই! গত চব্বিশ ঘণ্টায় ২০০ মিলিয়ন ভিউয়ের পাশাপাশি সাড়ে পাঁচ মিলিয়ন লাইক কুড়িয়েছে দক্ষিণী সিনেমার এই 'লার্জার দ্যন লাইফ' ঝলক। তবে সুপারস্টার যশকে টেক্কা দিয়ে এই অন্ধকার রূপকথার পয়লা ঝলকে সমস্ত লাইমলাইট কেড়ে নিয়েছেন এক বিদেশিনী। যে লাস্যময়ীর ছবির খোঁজে বর্তমানে নেটভুবনে হুড়োহুড়ি! কে তিনি?
স্বাভাবিকভাবেই টিজারের সাহসী দৃশ্যে ঝড় তোলা ওই 'আবেদনময়ী'র ঠিকুজি-কুষ্ঠি খোঁজ শুরু হয়েছে। জানা গেল, যাঁকে ঘিরে এত উন্মাদনা, পুরুষহৃদয়ে ঝড়, তিনি মার্কিনি অভিনেত্রী নাতালি বার্ন নন। ওই লাস্যময়ীর আসল নাম, বেয়াট্রিজ টাউফেনবাখ। 'টক্সিক' সিনেমায় যশের সঙ্গে উদ্দাম যৌনদৃশ্যে অভিনয় করে অনুরাগীদের 'আই ক্যান্ডি' হয়েছেন। তবে শুধু ভারতে নয়, নেট তথ্য বলছে, এই ঝলকের পর বিদেশেও নাকি 'বোল্ড' বেয়াট্রিজকে নিয়ে ঝড় উঠেছে!
প্রথমে শোনা গিয়েছিল, 'টক্সিক' টিজারে যাঁকে দেখা গিয়েছে, তিনি নাতালি বার্ন। মার্কিন মুলুকে এই অভিনেত্রীর জনপ্রিয়তা নেহাত কম নয়! কেরিয়ার গ্রাফ ঘেঁটে দেখা যায়, তাবড় সব হলিউড সিনেমা-সিরিজের ভিড়। যদিও তিনি 'টক্সিক' সিনেমায় রয়েছেন। তবে টিজারে তাঁকে না দেখিয়ে এখনও পর্যন্ত সারপ্রাইজ হিসেবেই রেখেছেন নির্মাতারা। আর সেই প্রেক্ষিতেই প্রথমটায় নাতালির সঙ্গে বেয়াট্রিজকে গুলিয়ে ফেলেছিলেন সকলে। কিন্তু উন্মাদনার পারদ চড়তেই আসল তথ্য ফাঁস করেন পরিচালক।
'টক্সিক' পরিচালক গীতু মোহনদাস বেয়াট্রিজকে পরিচয় করিয়েছেন 'সিমেট্রি বিউটি' হিসেবে। কেন এহেন সম্বোধন দেওয়া হল ওই লাস্যময়ীকে? আসলে গোরস্থানের ভিতর গাড়িতে উদ্দাম যৌনতার দৃশ্যে দেখা গিয়েছে এই সুন্দরীকে। আর সেই প্রেক্ষিতেই পরিচালক তাঁকে 'সিমেট্রি সুন্দরী'র আখ্যা দিয়েছেন।
যদিও নিজের সোশাল মিডিয়া অ্যাকাউন্টে অনধিকার চর্চা নিষিদ্ধ করে রেখেছেন বেয়াট্রিজ। তবে খবর, এই 'টক্সিক' সুন্দরী আদতে একজন ব্রাজিলিয়ান অভিনেত্রী। শুধু তাই নয়!
মডেল হিসেবেও ব্রাজিলে বড় নামডাক রয়েছে বেয়াট্রিজের। তবে 'টক্সিক'-এর টিজারের সুবাদে তিনি এখন রাতারাতি আন্তর্জাতিক সিনেমহলের চর্চায়। কারণ যশের এই সিনেমা কন্নড় ও ইংরেজি ভাষায় তৈরি হয়েছে। সিনেমার লুক অ্যান্ড ফিলেও হলিউড স্টাইল বজায় রাখা হয়েছে।
জানা গিয়েছে, বেয়াট্রিজ ২০১৪ সালে এক মডেল ট্যুরের মাধ্যমে বিনোদন জগতে প্রবেশ করেন। এরপর জাতীয় ও আন্তর্জাতিক ফ্যাশন রানওয়েতে বহুবার নিজের শরীরী হিল্লোলে ঝড় তুলেছেন। কিন্তু বেয়াট্রিজকে শুধু বোল্ড বিউটি ভাবলে ভুল হবে!
কারণ মডেলিংয়ের পাশাপাশি তিনি অভিনয়ের প্রশিক্ষণও নিয়েছেন। এবং গানের জন্যেও ব্রাজিলে একটু-আধটু খ্যাতি রয়েছে বেয়াট্রিজের। উল্লেখযোগ্যভাবে, তিনি বহুভাষীও। বেশ কয়েকটি ভাষায় কথা বলতে পারেন এই বোল্ড বিউটি।
তবে মজার বিষয় হচ্ছে, ইনস্টাগ্রাম কিংবা ফেসবুক ঘেঁটেও বেয়াট্রিজ টাউফেনবাখের কোনও ছবি-ভিডিও খুঁজে পাবেন না! সেভাবে বলতে গেলে ব্রাজিলে তাঁর জনপ্রিয়তা ভালো হলেও 'টক্সিক'-এর সুবাদেই গ্লোবাল হলেন মডেল-অভিনেত্রী।
Published By: Sandipta BhanjaPosted: 05:15 PM Jan 10, 2026Updated: 05:15 PM Jan 10, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
