Advertisement
শুভশ্রীকে আনব্লক করে দেবের সেলফি! 'ধূমকেতু' মিলিয়ে দিল 'প্রাক্তন' জুটিকে
'১৪ আগস্ট ধূমকেতু ডে', ব্লকবাস্টার দিব্যি দেব-শুভশ্রী ভক্তদের।
সোমবার সন্ধ্যা, ঘড়ির কাঁটায় তখন ৬.৩০ মিনিট। নজরুল মঞ্চের প্রেক্ষাগৃহের ভিতরে তখন তিল ধারণের জায়গা নেই। উদ্দেশ্য কী? প্রিয় জুটিকে আরও একবার ফিরে দেখা।
প্রায় এক যুগের অপেক্ষার অবসান হল। আগামী ১৪ আগস্ট মুক্তি পাবে দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বহু প্রতিক্ষীত ছবি ‘ধূমকেতু’। সোমবার হয়ে গেল এই ছবির বহু প্রতীক্ষিত ট্রেলার লঞ্চ।
এদিন ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে একে অপরের সঙ্গে সৌজন্য বিনিময় করলেন দেব ও শুভশ্রী। তাঁদের হিট ছবির গানে পা মেলালেন দু'জনে। এমনকি এদিন এই অনুষ্ঠানের মঞ্চ থেকে একে অপরকে সোশাল মিডিয়ায় আনব্লক করলেন দু'জনে। মুহূর্তে ভাইরাল হল সেই ছবি।
‘ধূমকেতু’কে বাঁচিয়ে রাখার জন্য ভক্তদের ধন্যবাদ জানান সুপারস্টার। সেই চেনা সংলাপ বলে উঠলেন দেবের উদ্দেশ্যে শুভশ্রী। সেই চেনা সংলাপ বলে উঠলেন দেবের উদ্দেশ্যে শুভশ্রী। বললেন, “আমার সাথে ফ্রেন্ডশিপ করবে?” দেব বলেন “কেন?” শুভশ্রী বললেন, “এমনি।” সঞ্চালক রোহন তখন বলে ওঠেন, “আচ্ছা এমনিটা তাহলে এখান থেকে এসেছে।” দেব বললেন, “এমনিটা এমনি এমনি আসেনি।”
কৌশিক গঙ্গপাধায়া, রানা সরকার সহ সকলকে মঞ্চে দাঁড়িয়ে ধন্যবাদ জানান শুভশ্রী। আগামী ১৪ আগস্ট সকলকে সিনেমা হলে গিয়ে ছবি দেখার জন্য অনুরোধ জানান শুভশ্রী।
ধূমকেতু’ ছবিটি শুধুই একটি ছবি নয়। এই ছবি যেন বাংলা ছবির এক আবেগ। বিশেষ করে দেব ও শুভশ্রীর অনুরাগীদের কাছে।
টলিউডের এই জুটির বিচ্ছেদের ঘটনায় মন ভেঙেছিল তাঁদের অনুরাগীদের। এই ছবি যেন তাঁদের ক্ষততে প্রলেপ দেবে। ২০২৪ সালের শেষে মুক্তি পেয়েছিল দেব ও শুভশ্রীর ছবি ‘সন্তান’ ও ‘খাদান’।
একইসঙ্গে আরও একবার এদিন এই অনুষ্ঠানের মঞ্চ থেকে একসঙ্গে কাজ করার ইঙ্গিত জোরালো করলেন ‘প্রাক্তন এই জুটি’। সঙ্গে ইঙ্গিত দিলেন নিজেদের প্রযোজনা সংস্থার ছবিতে একে অপরকে কাস্ট করা নিয়েও বড় বার্তা দিলেন তাঁরা।
পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় তাদের এই প্রশ্ন ছুঁড়ে দেওয়ার পর সুপারস্টার দেব বলেন, “আমি তো করেই দিয়েছি প্রথম দিনে।” শুভশ্রীর উদ্দেশ্যে দেব বলেন, “এবার তো ওর পালা। তাই আমি এখন গাইতে পারি কবে আইবে আমার পালা রে।” এর উত্তরে শুভশ্রী বলেন, “দেবকে অ্যাফোর্ড করার মতো আমার ক্ষমতা নেই, ও মেগাস্টার।” দর্শকাসন থেকে এক ভক্ত তখন মন্তব্য করে “দেব দা বিনামূল্যেই করবে” উত্তরে দেব হেসে বলেন, “বিনামূল্যে না। আমি ঠিক বুঝে নেবো। তুমি শুধু ছবিটা নিয়ে ভাবো।” (ছবি: ব্রতীন কুণ্ডু )।
Published By: Arani BhattacharyaPosted: 09:37 PM Aug 04, 2025Updated: 10:48 PM Aug 04, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
