Advertisement
শুভশ্রীর প্রেমে জ্বলেছে 'রোমিও' দেবের পরাণ! ফিরে দেখা 'ধূমকেতু' জুটির ১০ বছরের রোম্যান্টিক দিনগুলি
নস্ট্যালজিয়ার সরণি বেয়ে দেখে নিন দেব-শুভশ্রী জুটির রোম্যান্টিক অ্যালবাম।
'ধূমকেতু'কে প্রেক্ষাগৃহের আলো দেখাতে দশ বছর বাদে গত সোমবার একমঞ্চে একফ্রেমে ধরা দিয়েছিলেন দেব-শুভশ্রী। সেই প্রেক্ষিতেই 'প্রাক্তন' জুটিকে নিয়ে আপাতত আবেগে ভাসছে অনুরাগী শিবির।
সোশাল পাড়াতেও 'দেশু'কে ফিরে পাওয়ার আবদারের ভিড়। সেই 'পরাণ যায় জ্বলিয়া'র মাখোমাখো প্রেম থেকে 'ধূমকেতু'র অবতরণ। মাঝখানে কেটে গিয়েছে প্রায় একদশক। বদলেছে সম্পর্কের সমীকরণ। তবুও অনুরাগীরা প্রশ্ন করে গিয়েছেন, 'মিলন হবে কত দিনে?'
সব অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ধূমকেতুর ট্রেলার লঞ্চের দিন একে-অপরের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন। দশ বছর বাদে দেব-শুভশ্রী জুটির প্রত্যাবর্তনে আবারও নস্ট্যালজিয়ার সরণি বেয়ে ভক্তরা হারিয়ে যেতে চাইছেন তাঁদের রোম্যান্সের দিনগুলিতে।
সেই প্রেক্ষিতেই ফিরে দেখা যাক দেশুর রোম্যান্টিক দিনগুলি। ২০০৯ সালে রাজ চক্রবর্তীর হাত ধরেই চ্যালেঞ্জ ছবিতে জুটি বাঁধেন দেব-শুভশ্রী। নতুন জুটিকে দেখে ভালোবাসায় ভেসে গিয়েছিলেন বাংলার দর্শকরা।
দেব-শুভ জুটি মানেই সিনেমাহলের গর্ভগৃহে উন্মাদনার পারদ তুঙ্গে। করতালি, সিটির আওয়াজে কান পাতা দায়! নাচ-হুল্লোড়...। পরিচালক রাজ ভালোই বুঝেছিলেন, এই জুটি বাংলা সিনেমার জন্য একদিন লম্বা রেসের ঘোড়া হিসেবে নাম লেখাবে।
অতঃপর সেবছরই দেব-শুভশ্রী জুটিকে নিয়ে রাজ উপহার দিলেন 'পরাণ যায় জ্বলিয়া'। বক্স অফিসে রেকর্ড ব্যবসা করে সেই সিনেমা। শোনা যায়, এই ছবির শুটিংয়েই নাকি দেব-শুভশ্রীর প্রেম শুরু।
বিদেশের লোকেশনে রোম্যান্টিক গানে মাখোমাখো রোম্যান্স, নাচ, এই সবকিছুর সাক্ষী ছিলেন রাজ চক্রবর্তী খোদ। কখনও বোটে ভেসে, কখনও ভুট্টা খেতে, আবার কখনও বাইকে কপোত-কপোতির রোম্যান্স দেখে হেসেছিলেন, কেঁদেছিলেন দর্শক।
এরপর ২০০১১ সালে 'রোমিও' এবং ২০১২ সালে 'খোকাবাবু'। বাস্তবের প্রেম পর্দায় ফুটিয়ে তুললেন দেব-শুভশ্রী। সেসময়ে একে-অপরকে না দেখলেই 'পরাণ যায় জ্বলিয়া' পরিস্থিতি জুটির।
অনুরাগীরাও দিন গুনছেন- এই বুঝি, দেব-শুভশ্রী সকলকে চমকে দিয়ে বাগদানটা সেরে নেন। কেউ কেউ তো আবার রটিয়ে দেয়, তাঁরা নাকি গোপনে বিয়ে করেছেন। সেসবে অবশ্য দেশু জুটির ভক্তরা উচ্ছ্বসিতই হয়েছিল। তাই রটনা-ঘটনা বাছবিচার করেননি তাঁরা। কিন্তু এরপরই সম্পর্কে মরচে ধরে!
টলিপাড়াজুড়ে গুঞ্জন শুরু হয়, জনপ্রিয় মডেলের প্রেমে পড়েছেন দেব। ব্যাস! দাবানল গতিতে চাউড় হওয়া সে খবর গেল শুভশ্রীর কানে। ভাঙন শুরু সেখান থেকেই। সেসময়ে 'খোকা ৪২০' শুটিং চলছে। রুক্মিণীর সঙ্গে বন্ধুত্ব বাড়ার সঙ্গে দূরত্ব বাড়তে থাকে শুভশ্রীর সঙ্গে। সেটাই ছিল ব্রেকআপের আগে শেষ ছবি।
কাট টু ২০১৪। 'ধূমকেতু'র চিত্রনাট্যে দেব ছাড়া অন্য নায়ক বেমানান। অন্যদিকে নায়িকা হিসেবে সেসময়ে শ্রাবন্তী-প্রিয়াঙ্কার নাম শোনা গেলেও গল্পের চরিত্র অনুযায়ী শুভশ্রীকেই মনে ধরে পরিচালক-প্রযোজকের। অভিনেত্রীও রাজি। এরপর নৈনিতালে শুটিং। সেখানে দেবের নতুন 'দেবী'র উপস্থিতি আরও অনেক সমীকরণের সাক্ষী পাহাড়ি আঁকবাঁক।
Published By: Sandipta BhanjaPosted: 03:50 PM Aug 09, 2025Updated: 03:50 PM Aug 09, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
