Advertisement
'জো শহিদ হুয়ে হ্যায় উনকি', বিজয় দিবসের আগে শহিদ সম্মানে ১৩৫০ কিলোমিটার বাইক র্যালি সেনার
২৫ নভেম্বর এই বাইক র্যালি শুরু হয়।
১৬ ডিসেম্বর ১৯৭১। ৯৩ হাজার পাক সৈন্য আত্মসমর্পণ করেন ভারতীয় সেনাবাহিনীর কাছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটিই সবচেয়ে বড় আত্মসমর্পণ। ভারত ওই দিনটিকে বিজয় দিবস হিসাবে পালন করে।
সেনা প্রতিবছরই সেই যুদ্ধে প্রাণ হারানো ভারতীয় সৈনকদের সম্মান জানায়। এবার ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের তরফে একটি বাইক র্যালির আয়োজন করা হয়। যা আজ, রবিবার কলকাতায় শেষ হয়েছে।
২৫ নভেম্বর এই বাইক র্যালি শুরু হয়। ১৯৭১ সালের বিজয়কে সম্মান জানাতে, মোট ৭১ জন সার্ভিস রাইডার ও ৭১ জন সিভিল রাইডার র্যালিতে অংশগ্রহণ করেন। অংশ নিয়েছিল উত্তর-পূর্বের রাজ্যগুলিও।
অসমের গুয়াহাটি থেকে শুরু হওয়া এই র্যালি ১৩৫০ কিলোমিটার পথ অতিক্রম করেছে। ডিমাপুর, তেজপুর, শিলং, গুয়াহাটি, সুকনা, হিলি, শিলিগুড়ি, মালদহ, পানাগড় ও নবগ্রাম হয়ে জওয়ানদের বাইক র্যালি কলকাতায় প্রবেশ করে।
যাত্রাপথে আলবার্ট এক্কা, করিমগঞ্জ, কিলপাড়া, সুকনা, বগুড়া এবং হিলিতে স্মৃতিস্তম্ভে ১৯৭১ সালের যুদ্ধে জীবন উৎসর্গকারী সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছেন তাঁরা।
র্যালির শেষ পর্বের নেতৃত্ব দেন লেফটেন্যান্ট জেনারেল আরসি তিওয়ারি, পিভিএসএম, ইউওয়াইএসএম, এভিএসএম, এসএম, জিওসি-ইন-সি, ইস্টার্ন কমান্ড।
র্যালিটি কলকাতার মধ্যে ২৫ কিলোমিটার পথ অতিক্রম করেছে। কলকাতার ফোর্ট উইলিয়ামে বিজয় স্মারকে বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এখানেই র্যালিটি শেষ হয়েছে।
এদিনই চলতি বছররে বিজয় দিবস উদযাপনের আনুষ্ঠানিক সূচনা হয়েছে। চলবে ১৪ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত।
Published By: Subhankar PatraPosted: 01:46 PM Dec 07, 2025Updated: 02:02 PM Dec 07, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
