Advertisement
চার দশকেও কমেনি জনপ্রিয়তা, নিলামে ব্রিটিশ অভিনেত্রীর ব্যবহৃত 'বার্কিন ব্যাগ', কত দর?
ছবিতে দেখে নিন স্টাইলিশ সেই ব্যাগ।
মহিলাদের ফ্যাশন জগতে হাতব্যাগের গুরুত্ব কিন্তু অন্যরকম। পোশাক আর মেকআপ করলেই তো হবে না। সঙ্গে কোন ধরনের ব্যাগ মানানসই হবে, তাও ভাবতে হবে বইকী। একেবারে ঘরোয়া অনুষ্ঠান হলে আলাদা কথা। কিন্তু কোথাও যাওয়া কিংবা বাইরে কোথাও পার্টি থাকলে নিজের সাজগোজের একটা অঙ্গ অবশ্যই ব্যাগ। কারও কারও ওয়ার্ড্রোবে রকমারি ডিজাইনের হাতব্যাগ থাকে। একেকরকম পোশাকে সঙ্গে একেকরকম ব্যাগ ক্যারি করেন তাঁরা।
স্টাইল দুনিয়ায় এমনই এক হাতব্যাগের নাম 'বার্কিন ব্যাগ'। চেহারা আমাদের চেনা পরিচিত ব্যাগের মতোই। কিন্তু দাম? ভাবনার বাইরে। অবশ্য এই 'বার্কিন ব্যাগ'-এর সঙ্গে জড়িয়ে চমকপ্রদ এক ইতিহাস। ব্রিটিশ অভিনেত্রী জেন বার্কিন এ ধরনের ব্যাগ ব্যবহার করতেন আজ থেকে চার দশক আগে। ১৯৮৪ সালে তাঁর অনুরোধে বিশেষ ডিজাইনের ওই ব্যাগটি তৈরি করেন ফরাসি ডিজাইনার জঁ লুই দ্যুমা।
এই ব্যাগের বিশেষত্ব কী? জেন বার্কিনের দাবি ছিল একটিই। হাতব্যাগ দেখতে সুন্দর হলেই চলবে না। ভিতরে অনেকটা জায়গা থাকতে হবে, যাতে ছোটখাটো অনেক দরকারি জিনিসই রাখা যায়। সেইমতো দ্যুমা ব্যাগের ডিজাইন করেন। শোনা যায়, ব্যাগের ভিতরে বাচ্চাদের জন্য ছোট দুধের বোতল রাখারও জায়গা ছিল। তা জেনের খুব পছন্দ হয়। চামড়ার তৈরি কালো রঙের সেই ব্যাগ তিনি ব্যবহার করা শুরু করেন।
ব্যস! পরেরটা ইতিহাস। জেন বার্কিনের হাতে ওই ব্যাগ দেখে তৎকালীন সিনেদুনিয়ার বহু তারকাই ঈর্ষান্বিত চোখে তাকান। মুখ ফুটে বলতেও পারেন না কিছু। তেমনই একটা ব্যাগ নিজেরা নিলে যে স্টাইলিংয়ে কপি-পেস্ট হয়ে যাবে! তা তো কাম্য নয় মোটেও। তবে যাই হোক, সেই থেকে ওই ধরনের হাতব্যাগ জনপ্রিয় হয়ে পড়ে।
ফরাসি সংস্থাটি কালো চামড়ার ব্যাগে খোদাই করে অভিনেত্রীর নাম - জেবি। সেই ব্যাগত ১৯৮৪ সাল থেকে টানা প্রায় ৯ বছর ব্যবহার করেছিলেন জেন বার্কিন। ব্যাগের রূপ, রং, জৌলুস কিছুই বিন্দুমাত্র নষ্ট হয়নি।
১৯৯৪ সালে ক্যানসার আক্রান্তদের চিকিৎসার খরচ জোগাতে নিজের প্রিয় হাতব্যাগটি নিলামে তুলেছিলেন ব্রিটিশ অভিনেত্রী। তারপর ২০০০ সালেও আরেকবার নিলামে বিক্রি হয় ব্যাগটি। আর এবছর, ২০২৫ সালে সর্বোচ্চ দাম মিল, প্রায় ১০ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যে অঙ্ক আজকের বাজারে দাঁড়াচ্ছে ৮৫ কোটি ৮৩ লক্ষ টাকা! বলা হচ্ছে, ফ্যাশন দুনিয়ায় নিলামে ওঠা সমস্ত সামগ্রীর মধ্যে এটিই সর্বোচ্চ।
Published By: Sucheta SenguptaPosted: 11:04 PM Jul 11, 2025Updated: 11:04 PM Jul 11, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
