Advertisement
আকাশে আতশবাজির রোশনাই, মোহনবাগান সচিব সৃঞ্জয়কে পুষ্পবৃষ্টিতে স্বাগত, রইল ছবি
মোহনবাগান নিয়ে আগামীর পরিকল্পনা সম্পর্কে আলোকপাত করেন তিনি।
শনিবাসরীয় সন্ধ্যায় মোহনবাগান নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায় সচিব হিসেবে সৃঞ্জয় বোসের নাম ঘোষণা করেন। আর এই ঘোষণার পর উচ্ছ্বাসে ফেটে পড়েন ক্লাবে উপস্থিত মোহনবাগান সমর্থকরা।
এছাড়াও আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয় মোহনবাগানের কমিটির ২১ সদস্যের নাম। সোমবার রয়েছে কার্যকরী কমিটির প্রথম বৈঠক।
আগেই ঠিক ছিল, বিনা বাধায় মোহনবাগান সচিব নির্বাচিত হতে চলেছেন সৃঞ্জয় বোস। কারণ তিনি ছাড়া আর কেউ সচিব পদে মনোনয়ন দেননি।
মোহনবাগানের নতুন সভাপতি হবেন দেবাশিস দত্ত। সৃঞ্জয় বোস সচিব হিসাবে দায়িত্ব নেওয়ার পর তাঁর নেতৃত্বে কার্যকরী কমিটি সভাপতি হিসাবে মনোনীত করবে দেবাশিস দত্তকে।
প্রতিপক্ষ না থাকায় তাঁদের পুরো প্যানেলই জয়ী হিসাবে ক্ষমতায় এসেছে। এদিন মোহনবাগান তাঁবুতে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায় মোট ১১ জন কর্মকর্তা ও ১১ জন কার্যকরী সমিতির সদস্যের নাম ঘোষণা করেন।
Published By: Prasenjit DuttaPosted: 09:25 PM Jun 14, 2025Updated: 09:28 PM Jun 14, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
