Advertisement
শরীরী ক্যানভাসে প্রেম জাহির, বিচ্ছেদের সঙ্গে বিদায় নেয় এই তারকাদের 'মরশুমি ট্যাটু'ও
প্রেমের সঙ্গে শরীর থেকে বিদায় নিয়েছে ট্যাটুও! তালিকায় কোন তারকারা?
রণবীর কাপুরের সঙ্গে প্রেম করাকালীন তাঁর নামের আদ্যক্ষর RK লেখা ট্যাটু করিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। তবে সম্পর্ক ভাঙার পর K অক্ষরটি ফুলে রূপান্তরিত করেন। পরবর্তীতে অবশ্য রণবীর সিংয়ের সঙ্গে বিয়ের পর ট্যাটুটাই সরিয়ে ফেলেন অভিনেত্রী।
কৌশোরকালে করা ভুলগুলি নিয়ে অনুশোচনা নেই, এমন মানুষ খুঁজে পাওয়া দায়। কঙ্গনা রানাউতও সেরকমই এক পরিস্থিতির ভুক্তভোগী হন! কম বয়সে ঘাড়ে একটি ট্যাটু করেছিলেন। পরে ট্যাটুশিল্পী সমীর পটাঙ্গে সেই ট্যাটুটি আরও ভরাট করে সুন্দর রূপ দেন তিনি। যিনি তার ইনস্টাগ্রামে অভিনেত্রীর একটি ছবি শেয়ার করে অতীতে লিখেছিলেন, "যারা এখনও জানেন না কঙ্গনা কী ঢেকে রেখেছিলেন...!"
নাগা চৈতন্যর প্রেমে পড়ে পিঠে ট্যাটু করিয়েছিলেন সামান্থা রুথ প্রভু। বিয়েও হয় তাঁদের। তবে সেই দাম্পত্য সুখকর হয়নি। ডিভোর্সের পরও জ্বলজ্বল করত সেই ট্যাটু। সম্প্রতি দেখা যায় সামান্থার শরীরে আর সেই আঁকিবুকি নেই।
প্রথম বলিউড ছবির সহ-অভিনেতা প্রতীক বব্বরের সঙ্গে প্রেম করাকালীন অ্যামি জ্যাকসন তাঁর নামে একটি ট্যাটু করিয়েছিলেন। যেখানে লেখা ছিল- 'মেরা প্যায়ার মেরা প্রতীক'।
ঠিক একইভাবে প্রেমিকা অ্যামি জ্যাকসনের নাম লিখে প্রেম জাহির করেছিলেন প্রতীক বব্বরও। কিন্তু সেই প্রেম ভাঙার সঙ্গে তাঁর শরীর থেকেও বিদায় নেয় 'মরশুমি ট্যাটু'।
Published By: Sandipta BhanjaPosted: 05:50 PM Jun 07, 2025Updated: 05:54 PM Jun 07, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
