Advertisement
সুস্মিতার প্রথম নায়ক মুকুল দেব উড়িয়েছেন বিমানও! রিয়েল লাইফ হিরো ছিলেন অভিনেতার বাবাও
লাইমলাইটের অন্তরালে নিঃশব্দেই চলে গেলেন মুকুল দেব।
মাত্র ৫৪ বছর বয়সে চিরঘুমের দেশে পাড়ি দিলেন মুকুল দেব। নব্বইয়ের দশকে যে অভিনেতার স্ক্রিন প্রেজেন্স নারীদের মনে হিল্লোল তুলেছিল, কালের নিয়মে সেই অভিনেতাকেই ভুলে গিয়েছে বলিউড! আর স্পটলাইটের অন্তরালে থেকে নিঃশব্দেই বিদায় নিলেন মুকুল।
২৪ মে, শনিবার আচমকাই মুকুল দেবের অকাল প্রয়াণের খবর শুনে শোকাচ্ছন্ন বলিউডের একাংশ। মনোজ বাজপেয়ী, কঙ্গনা রানাউত, সোনু সুদ থেকে শুরু করে আরও অনেকেই শোকবার্তা জ্ঞাপন করেছেন। সুদর্শন অভিনেতার মৃত্যুর পর আবারও চর্চায় তাঁর কেরিয়ার।
অনেকেই হয়তো জানেন না অভিনয়ে শিকে ছেড়ার আগে প্রথমজীবনে মুকুল ছিলেন পেশাদার পাইলট। প্রায় একদশক বিমানচালক হিসেবে কাজও করেছেন। কিন্তু তারপরই সুদর্শন চেহারার জন্য মডেলিংয়ের ডাক পান। সেই থেকেই লাইট, ক্যামেরা, অ্যাকশনের সঙ্গে মুকুলের পরিচয়। তার পর আর ফিরে তাকাতে হয়নি জলন্ধরের পাঞ্জাবি পরিবারের ছেলেকে।
দিল্লি থেকে সোজা মুম্বইতে চলে আসেন মুকুল দেব। বাবা হরিদেব কৌশল ছিলেন চাণক্যপুরীর দাপুটে পুলিশ অফিসার। যার নেতৃত্বে নিকেশ হয়েছিল ১৯৭১ সালে ঘটা বড়সড় ব্যাঙ্কিং স্ক্যাম। সেবছর রুস্তম নাগারওয়ালা নামে এক ব্যক্তি দিল্লি এসবিআই থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়েছিল। সেই অপারেশনেই নেতৃত্ব দিয়ে অভিযুক্তর পর্দা ফাঁস করেন মুকুলের বাবা হরিদেব কৌশল। সেই ঘটনার আধারে এক বলিউড ছবিও তৈরি হচ্ছে।
মডেলিং করার সময়েই ১৯৯৬ সালে হিন্দি ধারাবাহিক 'মুমকিন'-এ বিজয় পাণ্ডের চরিত্রে অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তার শিখরে পৌঁছন তিনি। দূরদর্শনের এক শোয়ে মাইকেল জ্যাকসনের নাচও নকল করে দেখিয়েছিলেন।
সেই সময়েই মহেশ ভাটের 'দস্তক' ছবির জন্য বলিউড থেকে ডাক পান মুকুল দেব। বিপরীতে ব্রহ্মাণ্ডসুন্দরী সুস্মিতা সেন। সেই সিনেমা দর্শক-সমালোচকদের কাছে প্রশংসিত হয়েছিল।
এরপর ছোটপর্দা, বড়পর্দা মিলিয়ে বহু কাজ করেছেন মুকুল দেব। তাঁর অভিনীত জনপ্রিয় সিরিয়ালগুলির তালিকায় রয়েছে 'কাহি দিয়া জ্বলে কাহি জিয়া', 'কাহানি ঘর ঘর কি', 'প্যায়ার জিন্দেগি হ্যায়'।
বড়পর্দায় তাঁর কাজের সংখ্যাও নেহাত মন্দ নয়! 'দস্তকে'র পর 'কিলা', 'ওয়াজুদ', 'কোহরাম', 'মুঝে মেরি বিবি সে বাঁচাও', 'ইয়ামলা পাগলা দিওয়ানা', 'সন অফ সর্দার', 'আর রাজকুমার', 'জয় হো'-এর মতো বহু সিনেমায় নজর কেড়েছেন মুকুল দেব।
উল্লেখ্য, মুকুল নিজের কাজের পরিসর শুধু হিন্দিতেই সীমাবদ্ধ রাখেননি। একাধিক বাংলা ছবিতেও অভিনয় করেছেন তিনি। জিতের সঙ্গে ‘আওয়ারা’ সিনেমায় দেখা গিয়েছিল তাঁকে। ঋতুপর্ণা সেনগুপ্তর ‘অভিসন্ধি’ ছবিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন। কাজ করেছেন পাঞ্জাবি, দক্ষিণী সিনেইন্ডাস্ট্রিতেও। তবুও লাইমলাইটের অন্তরালে থেকেই নিঃশব্দে বিদায় নিলেন মুকুল দেব। (ছবি: সংগৃহীত)
Published By: Sandipta BhanjaPosted: 05:18 PM May 24, 2025Updated: 05:25 PM May 24, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
