Advertisement
ফের হার্দিকের হৃদয়ভঙ্গ! বছর ঘোরার আগেই লাস্যময়ী অভিনেত্রীর সঙ্গে বিচ্ছেদ ক্রিকেটারের?
ভারতীয় দলের ম্যাচে গলা ফাটাতেও দেখা গিয়েছে এই সুন্দরীকে।
চার বছরের দাম্পত্য ভেঙে চুরমার হয়ে গিয়েছে। তবে নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে সম্পর্ক থেকে মুভ অন করতে চেয়েছিলেন হার্দিক পাণ্ডিয়া। ডিভোর্সের পর থেকে একাধিক নারীর সঙ্গে তাঁর নাম জড়িয়েছিল।
তবে সূত্রের খবর, হার্দিকের ভাঙা মনে জায়গা করে নিয়েছিলেন জ্যাসমিন ওয়ালিয়া। ২০২৪ সালে বিবাহবিচ্ছেদের থেকেই একসঙ্গে দেখা যেত জ্যাসমিন-হার্দিককে।
হার্দিকের ম্যাচ চলাকালীন গ্যালারি থেকে গলা ফাটানো হোক বা টিম বাস-সর্বত্রই দেখা যেত জ্যাসমিনকে। এমনকি একান্তে ছুটি কাটাতে গ্রিসেও গিয়েছিলেন দু'জনে। আলাদাভাবে দু'জনের পোস্ট দেখেই ধারণা করা যেত, তাঁরা রয়েছেন একসঙ্গেই।
কিন্তু কে এই জাসমিন ওয়ালিয়া? ভারতীয় বংশোদ্ভূত এই ২৯ বছর বয়সী তরুণী ইংল্যান্ডের এসেক্সের বাসিন্দা। অভিনয়ের পাশাপাশি সঙ্গীতেও পারদর্শী। ছোটবেলায় টেলিভিশন দেখে গান রপ্ত করতেন জাসমিন। জাসমিনের এই প্রতিভা দেখেই গান শেখানোর সিদ্ধান্ত নেন তাঁর বাবা।
জাসমিনের প্রথম সিঙ্গল জ্যাক নাইটের সঙ্গে ‘দম দি দি দম’। ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘সোনু কে টিটু কি সুইটি’ সিনেমায় জাসমিন ও জ্যাকের ‘বম ডিগি ডিগি’ গানটি ব্যবহার করা হয়। সেখান থেকেই ভারতীয়দের কাছে পরিচিতি পান জ্যাসমিন।
এছাড়া ‘ক্যাজুয়ালটি’, ‘ডক্টর্স’, ‘দ্য এক্স ফ্যাক্টর’, ‘ডিনার ডেট’-এর মতো টেলিভিশন সিরিজেও অভিনয় করেছেন তিনি। বিনোদুনিয়ায় বেশ পরিচিত মুখ তিনি।
হার্দিকের সঙ্গে জ্যাসমিনের প্রেমের গুঞ্জন শুরু হয় তারকা ক্রিকেটারের বিবাহবিচ্ছেদের পর থেকেই। গ্রিসে ছুটি কাটানোর সময় থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে কানাঘুষো শুরু হয়। তবে প্রকাশ্যে সেকথা স্বীকার করেননি দু'জনের কেউই।
Published By: Anwesha AdhikaryPosted: 07:52 PM Jul 20, 2025Updated: 07:52 PM Jul 20, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
