Advertisement
ওভালে মাত্র ৬ রানে জয়ে রেকর্ড, ফিরে দেখা টেস্টে ভারতের রুদ্ধশ্বাস সাফল্যের নজির
ওভালের জয়ই ভারতের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম রানে জয়ের নজির।
ওভালে নাটকীয় ম্যাচে ৬ রানে জিতে সিরিজ ড্র করেছে শুভমান গিলের টিম ইন্ডিয়া। উৎকণ্ঠা ও নাটকীয়তায় ভরপুর ছিল সিরিজের প্রতিটি ম্যাচই। শেষ পর্যন্ত যে গিলের 'নতুন ভারত' ২-২ ব্যবধানে সিরিজ ড্র করেছে, তা অনেকে নৈতিক জয় হিসেবেই দেখছে। একনজরে দেখা যাক, ভারতের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বনিম্ন রানে জয়ের পরিসংখ্যান।
ওভালে ৬ রানে জয়ই ভারতের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম ব্যবধানে জয়। প্রথম ইনিংসে ভারত করেছিল ২২৪ রান। জবাবে ইংল্যান্ড করে ২৪৭ রান। দ্বিতীয় ইনিংসে ভারত ৩৯৬ রান করে। কিন্তু ইংল্যান্ডের ইনিংস থেমে যায় ৩৬৭ রানে।
পঞ্চম দিন শুরুর আগে ভারতের দরকার ছিল ৪ উইকেট। ইংল্যান্ডের ৩৫ রান। সেখান থেকে পেস ব্যাটারির চার্জে ইংল্যান্ডকে ছারখার করে অবিশ্বাস্য জয় পেয়েছে টিম ইন্ডিয়া। ৯ উইকেট নিয়ে ম্যাচের সেরা মহম্মদ সিরাজ।
সর্বনিম্ন রানের জয়ের তালিকায় তারপরই আছে ২০০৪ সালে ওয়াংখেড়েতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়। সেই ম্যাচে ১৩ রানে জিতেছিল রাহুল দ্রাবিড়ের দল। ৭ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছিলেন স্পিনার মুরলি কার্তিক।
১৯৭২ সালে ভারতীয় দল ইংল্যান্ডের বিরুদ্ধে ২৮ রানে জিতেছিল। ম্যাচটি হয়েছিল কলকাতার ইডেন গার্ডেন্সে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে ইংল্যান্ডের ব্যাটিংয়ে ধস নামিয়েছিলেন বিষাণ সিং বেদি। দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নেন ভগবৎ চন্দ্রশেখর।
২০১৮ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাত্র ৩১ রানে জিতেছিল টিম ইন্ডিয়া। অ্যাডিলেডে বিরাট কোহলির নেতৃত্বে রুদ্ধশ্বাস ম্যাচ হয়েছিল। দুই ইনিংসে ১২৩ ও ৭১ রান করে ম্যাচের সেরা হন চেতেশ্বর পূজারা।
Published By: Arpan DasPosted: 05:36 PM Aug 05, 2025Updated: 05:36 PM Aug 05, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
