Advertisement
মেসেজের উত্তর না পেয়ে হাজির হন প্রেমিকার কলেজে..., কেমন ছিল সঞ্জুর লাভ স্টোরি?
চারুলতার সঙ্গে তাঁর প্রথম দেখা হয়েছিল কোথায়?
ব্যাট হাতে বড় বড় ছক্কা হাঁকাতে সিদ্ধহস্ত তিনি। দস্তানা হাতেও দলকে ভরসা জোগাতে পারেন। তবে তাঁর জীবনের প্রেমের গল্প ক্রিকেট যাত্রার মতোই মনোমুগ্ধকর। স্ত্রী চারুলতা রেমেশের সঙ্গে তাঁর প্রথম দেখা হয়েছিল কলেজ জীবনে। তিরুবনন্তপুরমের ইভানিওস কলেজে পড়াশোনা করতেন তাঁরা। গোটা কলেজেই চর্চা ছিল তাঁদের প্রেম নিয়ে।
২০১৮ সালের ২২ ডিসেম্বর বিয়ের বাঁধনে বাঁধা পড়েন তাঁরা। যদিও তাঁদের প্রেম আরও পাঁচ বছর আগে থেকে। যা সঞ্জু নিজেই এক সাক্ষাৎকারে বলেছেন।
২০১৩ সালের ২২ আগস্ট। ঘড়িতে তখন রাত ১১.১১ মিনিট। চারুলতাকে ‘হাই’ লিখে একটি মেসেজ করেন। সেখান থেকেই কথা শুরু। প্রথমে বন্ধুত্বের অনুরাগ। সেই অনুরাগ থেকে প্রেম।
কলেজের পর দু'জনের দেখা হয়নি বহুদিন। কেরিয়ারে মনোনিবেশ করেছিলেন তাঁরা। হিউম্যান রিসোর্সে বিএসসি চারুলতা। স্নাতকোত্তরও করেছেন। কিন্তু দূরত্ব পছন্দ হয়নি সঞ্জুর। চারুলতাকে মেসেজ করেও উত্তর পাননি। এরপর সঞ্জু সটান চলে গিয়েছিলেন চারুলতার কলেজে।
Published By: Prasenjit DuttaPosted: 08:10 PM Aug 08, 2025Updated: 08:10 PM Aug 08, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
