Advertisement
মুখোমুখি নেতা-অভিনেতা, কলকাতায় বসে কুণাল ঘোষের সঙ্গে চুটিয়ে আড্ডা অনিল কাপুরের
মঙ্গলবার চলচ্চিত্র উৎসবের মঞ্চে থাকবেন 'নায়ক'।
বিশ্ব সিনেমার বঙ্গ ভ্রমণ - শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ৫ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে বিশ্ব বিনোদনের এই সেলিব্রেশন। আর তাতে যোগ দিতেই শহরে এসেছেন বলিউডের 'মিস্টার ইন্ডিয়া' অনিল কাপুর। এবারই প্রথম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উপলক্ষে তাঁর কলকাতায় আসা। বিশেষ তো বটেই!
সোমবার সন্ধেবেলা তিনি দমদম বিমানবন্দর হয়ে শহরে পা রেখেছেন। মঙ্গলবার বিকেলে উদ্বোধনী মঞ্চে তাঁর উজ্জ্বল উপস্থিতির দিকে নজর সিনেপ্রেমীদের। তারই মাঝে অনিল কাপুর কিন্তু মজে গেলেন আড্ডায়। শহরের নামী পাঁচতারা হোটেলে নেতাদের মুখোমুখি হয়ে চা খেতে খেতে বেশ আড্ডা দিলেন বলিউড 'নায়ক'।
অনিল কাপুরের সান্ধ্য আড্ডার সঙ্গী হলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, শাসকদলের মুখপাত্র কুণাল ঘোষ। প্রাথমিক আলাপের পর চা-সহযোগে একেবারে জমিয়ে গল্প। কালো শার্ট-ট্রাউজার, কালো শু-তে রুপোলি পর্দার গ্ল্যামারাস নায়কোচিত নয়, বরং একেবারে প্রাণবন্ত এক 'বন্ধু'সুলভ মেজাজ যেন। চা খেতে খেতে কুণাল ঘোষের থেকে শুনলেন কত গল্প!
Published By: Sucheta SenguptaPosted: 10:23 AM Dec 05, 2023Updated: 12:28 PM Dec 05, 2023
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
