Advertisement
সামান্য ভুলে হতে পারে বড় ক্ষতি! চোখের ড্রপ ব্যবহারে মেনে চলুন এই নিয়ম
এই ভুলগুলি ভুলেও করবেন না।
চোখের ড্রপ হল সবচেয়ে সাধারণ ধরণের চোখের ঔষধ। কিন্তু এগুলি নির্ভুলতার সাথে ব্যবহার করা প্রয়োজন। কয়েকটি ছোট ভুল নীরবে চোখের ক্ষতি করতে পারে, বিশেষ করে গ্লুকোমার মতো পরিস্থিতিতে যা প্রাথমিকভাবে বোঝা যায় না।
ডাক্তারের প্রেসক্রিপশন বা তত্ত্বাবধান ছাড়া স্টেরয়েড বা অ্যান্টিবায়োটিক চোখের ড্রপ ব্যবহার করলে ছানি, গ্লুকোমা, এমনকি সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে।
চোখের ড্রপ লাগানোর সময় নোংরা হাত ব্যবহার করলে চোখে সংক্রমণ ঘটতে পারে। এছাড়া ওষুধের গুণমানও এর দ্বারা প্রভাবিত হতে পারে।
একবার খোলার পর বেশিরভাগ চোখের ড্রপ বেশিদিন ব্যবহার করা যায় না। ব্যবহারের এক মাস পর ফেলে দেওয়া উচিত।
আই ড্রপ লাগানোর আগে কন্টাক্ট লেন্স সবসময় খুলে রাখতে হবে। লেন্স পুনরায় লাগানোর আগে অন্তত ১৫ মিনিট অপেক্ষা করুন।
চোখের ড্রপ সঠিক স্থানে রাখা খুবই গুরুত্বপূর্ণ, যাতে সেগুলোর কার্যকারিতা বজায় থাকে এবং কোনো ক্ষতি না হয়। শুকনো ও পরিষ্কার স্থানে ক্যাপ বন্ধ করে ড্রপটি রাখুন। চিকিৎসক বা ফার্মাসিস্টের কথামতো কাজ করুন।
Published By: Sulaya SinghaPosted: 08:55 PM Jun 21, 2025Updated: 04:23 PM Jun 23, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ