Advertisement
রেল-বাস আটকে বন্ধ সফল করতে রাস্তায় বামেরা, মুখ ফেরাল মানুষ
এদিন রাস্তায় প্রচুর সংখ্যায় পুলিশ মোতায়েন থাকে।
শ্রম কোড বাতিল, রাষ্ট্রায়ত্ত শিল্পের বেসরকারিকরণ রুখে দেওয়া-সহ একাধিক দাবিতে শ্রমিক সংগঠনগুলির ডাকা ১২ ঘণ্টার ধর্মঘট ঘিরে উত্তেজনা ছড়াল কল্যাণীতে। সকালেই কল্যাণী সেন্ট্রাল পার্কের কাছে এসবিআই শাখা বন্ধ করতে গিয়ে বাম আন্দোলনকারীরা বচসায় জড়িয়ে পড়েন। ব্যাঙ্কের দরজার বাইরেও বামেরা ফ্লেক্স, পলাকা ঝুলিয়ে দেন। ঘটনায় গ্রেপ্তার দু'জন। ছবি: সুবীর দাস
এদিন সকাল থেকে হুগলিতে বামেরা বন্ধের সমর্থনে রাস্তায় নামে। বিভিন্ন জায়গায় রেল অবরোধ হয়। বাসস্ট্যান্ডগুলিতেও চলে বিক্ষোভ। চুঁচুড়া বাসস্ট্যান্ডেও চলে বিক্ষোভ। বাস পরিষেবা থমকে যাওয়ায় দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা। ভদ্রেশ্বরের শ্যামনগর নর্থ জুটমিল গেটে শ্রমিকদের সকাল থেকে চলে পিকেটিং। অন্যান্য জুটমিলগুলিতেও একই ছবি দেখা যায়। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত ছিল। ছবি: সুমন করাতি
এদিন সকালে হুগলি স্টেশনে রেল অবরোধ করেন আন্দোলনকারীরা। পাণ্ডুয়া-সহ একাধিক স্টেশনে অবরোধ চলে। হাওড়াগামী ডাউন ব্যান্ডেল লোকাল ট্রেন আটকে দেন ধর্মঘটীরা। রেল অবরোধে নাকাল হয় যাত্রীরা। পরে পুলিশ গিয়ে অবরোধ ওঠায়। বিক্ষোভকারীদের স্টেশন চত্বর থেকে সরিয়ে দেওয়া হয়। ছবি: সুমন করাতি
মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় আন্দোলনকারীরা পথে নেমেছিলেন। ফরাক্কায় ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বামকর্মীরা। ফলে যানজট দেখা যায়। যাত্রীরা নাকাল হয়। পরে পুলিশ গিয়ে আন্দোলনকারীদের সরিয়ে দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। ছবি: শাহাজাদ হোসেন
বহরমপুরের জেলা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ বাম সংগঠনের। বহরমপুরের খাগড়া এলাকায় কোঅপারেটিভ ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক, পাঞ্জাব ব্যাঙ্ক-সহ একাধিক ব্যাঙ্কের গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়। পরে পুলিশ প্রশাসন ও শাসক দলের লোকজন সেসব তালা খুলে দেয়। স্বাভাবিক হয় পরিষেবা। ছবি: কল্যাণ চন্দ্র
আলিপুরদুয়ার জেলাতেও আন্দোলনকারীরা পথে নেমেছিলেন। শহরের বাস ডিপোয় বিক্ষোভ দেখানো হয়। সরকারি বাস আটকানো হয়। যাত্রীবাহী বাস রাস্তায় দাঁড় করিয়ে চালককে ধমকও দিতে দেখা যায়। বহু জায়গায় আটকে দেওয়া হয় পথ। পরে প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছবি: রাজ কুমার
শিয়ালদহ দক্ষিণ শাখার দেউলা ও সংগ্রামপুরের মাঝে কানপুরে ওভারহেড তারে কলাপাতা ফেলে দেওয়া হয়। রেললাইনের উপর কংক্রিটের স্ল্যাব তুলে দিয়ে অবরোধ করা হয়। পরে ওভারহেড থেকে কলাপাতা নামিয়ে, স্ল্যাব সরিয়ে ট্রেন চলাচল শুরু হয়। সকালে নাকাল হন নিত্যযাত্রীরা। ছবি: সুরজিৎ দেব
কোচবিহারে বন্ধ সমর্থনকারীরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখানে থাকেন। অবরোধ করা হয় একাধিক রাস্তা। পরে পুলিশ, র্যাফ আন্দোলনকারীদের সরিয়ে দেয়। সচল হয় সরকারি ও বেসরকারি বাস পরিষেবা। ছবি: বিক্রম রায়
আসানসোলে বন্ধ ঘিরে উত্তেজনা দেখা যায়। বন্ধের সমর্থনে বাম সংগঠনের মিছিল। অন্যদিকে বন্ধের বিরোধিতায় তৃণমূলের শ্রমিক সংগঠনের পাল্টা মিছিল। এদিন বাম সংগঠনের নেতৃত্বরা গাড়ি আটকানোর চেষ্টা করলে পাল্টা প্রতিবাদ জানান তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির নেতৃত্বরা।দুই পক্ষের তীব্র বচসার ঘটনায় উত্তেজনা। ছবি: শেখর চন্দ্র
Published By: Suhrid DasPosted: 03:03 PM Jul 09, 2025Updated: 03:08 PM Jul 09, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
