Advertisement
উৎসবে মাতল হায়দরাবাদ! স্কিলের ঝলক দেখিয়ে মেসি বললেন, 'ভালোবাসা পেয়ে কৃতজ্ঞ', রইল ছবি
উপস্থিত ছিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও।
সংগঠকদের ব্যর্থতায় কলকাতায় হয়নি। কিন্তু উদ্যোক্তা শতদ্রু দত্ত না থাকা সত্ত্বেও হায়দরাবাদ মেসিময় হয়ে রইল। লিওনেল মেসি বল নাচালেন, বক্তব্য রাখলেন, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির সঙ্গে ফুটবল খেললেন। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে জার্সি উপহার দিলেন। ছবি সংগৃহীত
যেন যা কলকাতায় হতে পারত, সেসবই হায়দরাবাদে হল। উদ্যোক্তা শতদ্রু দত্তকে ইতিমধ্যেই কলকাতায় গ্রেপ্তার করেছে পুলিশ। অথচ হায়দরাবাদে ছিল জমাটি অনুষ্ঠান। সন্ধ্যাবেলায় রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামের অন্ধকারে আলোর খেলা চলল। আর যখন আলো জ্বলল, তখন সমস্ত আলো যেন মেসির মুখে। ছবি সংগৃহীত
যুবভারতীতে একটা সময়ের পর যেন মেসিকে বিরক্তই দেখিয়েছে। কিন্তু হায়দরাবাদে তাঁর মুখে আগাগোড়া হাসি। আশেপাশে অসংখ্য অযাচিত জনতা ঘুরছে না। সন্ধ্যায় যে প্রদর্শনী হয়, তার সব ফুটবলারদের সঙ্গে ছবি তোলেন মেসি। তাঁকে সংবর্ধনাও দেওয়া হয়। ছবি সংগৃহীত
কলকাতা থেকে দুপুর দু’টো নাগাদ হায়দরাবাদে উড়ে যান মেসি। সন্ধ্যায় ছিল বিশেষ প্রদর্শনী ম্যাচ। মাঠে নেমে দু’পক্ষের প্লেয়ারদের সঙ্গে হাত মেলান আর্জেন্তিনীয় কিংবদন্তি। পিছনে ডি পল, সুয়ারেজরাই ছিলেন। শুধু তাঁরাই ছিলেন। আশেপাশে নামমাত্র লোক। ফলে দর্শকদের মেসিকে দেখতে অসুবিধা হয়নি। ছবি সংগৃহীত
এখানেই শেষ নয়। গোটা স্টেডিয়াম ঘুরে দেখেন মেসি। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির সঙ্গে ফুটবল খেলেন। বেশ কিছুক্ষণ পায়ে বল নাচান মেসি। আর্জেন্তিনীয় ফুটবল তারকা রাহুল গান্ধীকে একটি সই করা জার্সি উপহার দেন। যেন কলকাতায় যা যা হয়নি, সবই হায়দরাবাদে হয়েছে। ছবি সংগৃহীত
রাহুল গান্ধীর সঙ্গে বেশ কিছুক্ষণ কথাও বলেন মেসি। যদিও কী কথা হয়েছে তা জানা যায়নি। তবে গ্রেস সাংসদ ফুটবল সম্বন্ধে উৎসাহী। ফলে ফুটবল নিয়েই দু'জনের কথা হতে পারে। ছবি সংগৃহীত
সেখানে মেসি বলেন, “আজ এখানে যে ভালোবাসা পেয়েছি, তা মনে থাকবে। ভারতে আসার আগে আমি এই দেশের ছবি দেখেছি। গত বিশ্বকাপের সময়ও অনেক কিছু জেনেছি। এত ভালোবাসা পেয়ে কৃতজ্ঞ। ভারতে এই ক’টা দিন কাটাতে পেরে গর্বিত।” ছবি সংগৃহীত
বক্তব্য রাখেন লুইস সুয়ারেজ ও রড্রিগো ডি পলও। মেসি বল মেরে গ্যালারিতে পাঠিয়ে দেন। পেনাল্টি শুটআউট করেন। অনেকের সঙ্গে হাসিমুখ ছবি তোলেন। তবে গোটা বিষয়টা কোনও ভাবেই বিশৃঙ্খলায় পরিণত হয়নি। কিংবা কলকাতায় উদ্যোক্তার ঘনিষ্ঠদের মতো তাঁকে ছেঁকেও ধরা হয়নি। বরং শতদ্রুকে ছাড়াই হায়দরাবাদে মেসির অনুষ্ঠান সফল। ছবি সংগৃহীত
Published By: Arpan DasPosted: 10:53 PM Dec 13, 2025Updated: 10:53 PM Dec 13, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
