Advertisement
দিল্লিতে মহুয়া-পিনাকীর জমকালো রিসেপশনে চাঁদের হাট, কারা কারা উপস্থিত ছিলেন?
গত ৩ মে জার্মানির বার্লিনে চুপিসারেই বিয়ে সেরেছিলেন মহুয়া-পিনাকী।
বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। প্রাক্তন বিজেডি সাংসদ পিনাকী মিশ্রের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন তিনি। গত জুন মাসেই প্রকাশ্যে আসে এই খবর। আর এবার রিসেপশন সারলেন তাঁরা।
মঙ্গলবার নয়াদিল্লির এক পাঁচতারা হোটেলে তৃণমূল সাংসদ মহুয়া এবং আইনজীবী পিনাকী মিশ্রর রিসেপশন পার্টিতে এক্কেবারে চাঁদের হাট। উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ সায়নী ঘোষ, জুন মালিয়া, রচনা বন্দ্যোপাধ্যায়-সহ দলীয় নেতা-নেত্রীরা।
পেশায় রাজনীতির জগতের মানুষ হলেও মহুয়ার স্টাইল স্টেটমেন্ট বরাবরই নজরকাড়া। রিসেপশন পার্টিতেও তার ব্যতিক্রম হল না। লাল শাড়ি এবং সোনার গয়নায় সেজেছিলেন তিনি। পিনাকী মিশ্র পরেছিলেন সাদা ও লাল কম্বিনেশনের ধুতি-পাঞ্জাবি।
গত ৩ মে জার্মানির বার্লিনে চুপিসারেই বিয়ে সেরেছিলেন মহুয়া-পিনাকী। পরে তাঁদের পরিণয়ের বেশ কিছু ছবি প্রকাশ্যে আসায় সুখবর জানা যায়। এরপর সোশাল মিডিয়ায় ভাইরাল হয় বিয়ের এক ভিডিও। সেখানে বিয়ের পোশাকে নবদম্পতিকে বলড্যান্স করতে দেখা গিয়েছিল। হিন্দি রোমান্টিক গানের তালে পিনাকী মিশ্রের বাহুডোরে হাসিমুখে নাচছেন মহুয়া।
বার্লিনে ঘরোয়া অনুষ্ঠানেই চারহাত এক হয় পিনাকী মিশ্র-মহুয়া মৈত্রর। দু’জনেরই এটি দ্বিতীয় বিয়ে। দু’জনই রাজনীতিবিদ, দুঁদে যুক্তি-তর্কের মানুষ। চরিত্রের এমন সাদৃশ্যই বোধহয় তাঁদের এক হওয়ার অনুঘটক ছিল! ছিমছাম ভাবেই বিয়ের অনুষ্ঠান হয়েছিল। সাক্ষী ছিলেন শুধুমাত্র ঘনিষ্ঠ ও বন্ধুরা।
তবে এদিন একেবারে এলাহী আয়োজন। তৃণমূল সাংসদদের পাশাপাশি অনুষ্ঠানে উজ্জ্বল উপস্থিতি দেখা গেল কংগ্রেস সংসদীয় দলের সভানেত্রী সোনিয়া গান্ধীর।
হাজির ছিলেন এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলেও। রিসেপশনের ছবি পোস্ট করে দম্পতিকে তাঁদের আগামী জীবনের জন্য শুভেচ্ছাও জানান তিনি।
Published By: Sulaya SinghaPosted: 12:31 AM Aug 06, 2025Updated: 12:44 PM Aug 06, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
