Advertisement
কামারপুকুরে খিচুড়ি পরিবেশন, বন্যা বিধ্বস্ত ঘাটালবাসীদের আশ্বাস, দিনভর জনসংযোগে মমতা
ফের কেন্দ্রকে দুষলেন মুখ্যমন্ত্রী।
জেলা সফরে বেরিয়ে প্লাবন পরিস্থিতি পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি প্রথমে হুগলির আরামবাগে গিয়েছিলেন। পরে তিনি পশ্চিম মেদিনীপুরের ঘাটালে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন। নিজস্ব চিত্র
আজ, মঙ্গলবার দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে কামারপুকুরে যান। সেখানে গিয়ে তিনি ত্রাণ শিবিরে থাকা দুর্গতদের নিজে হাতে খিচুড়ি পরিবেশন করেন। নিজস্ব চিত্র
দুর্গতদের কথা শোনেন মুখ্যমন্ত্রী। পরিস্থিতি মোকাবিলার আশ্বাস দেন তিনি। মুখ্যমন্ত্রীকে এভাবে পাশে পেয়ে আপ্লুত দুর্গতরা। ডিভিসির ছাড়া জলে প্লাবিত আরামবাগের বিস্তীর্ণ এলাকা। নিজস্ব চিত্র
বন্যা পরিস্থিতি খতিয়ে দেখার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কামারপুকুরে রামকৃষ্ণ মঠ ও মিশনে গিয়েছিলেন। এদিন সেখানে একটি অতিথি নিবাস ও পার্কিংলটের উদ্বোধন করে ১০ কোটি টাকা অনুদান ঘোষণা করেন তিনি। নিজস্ব চিত্র
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "হিন্দু ধর্ম বোঝার জন্য অন্য কোথাও যাওয়ার দরকার নেই। এখানেই শ্রীরামকৃষ্ণ, শ্রী মা সারদাদেবী, স্বামী বিবেকানন্দের কর্মক্ষেত্র। এই কামারপুকুরে এলেই তা উপলব্ধি করা যাবে। তাঁরা সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়ে গিয়েছেন।” নিজস্ব চিত্র
কামারপুর থেকে মুখ্যমন্ত্রী এদিন দুপুরের পর ঘাটাল পৌঁছন। ডিভিসির জলে প্রায় দেড়মাস জলের তলায় ঘাটালের বিস্তীর্ণ এলাকা। পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী। এদিন উপস্থিত ছিলেন সাংসদ দেবও।
Published By: Suhrid DasPosted: 07:06 PM Aug 05, 2025Updated: 07:06 PM Aug 05, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
