Advertisement
সানিয়ার 'সতীন' সানা জাভেদ, মালিকের দাম্পত্য ম্যাচে কার কাছে হারলেন টেনিস সুন্দরী?
শোয়েব মালিকের নতুন বেগম সানা জাভেদ, কে এই সানা? চিনে নিন।
পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক শোয়েব মালিক (Shoaib Malik) জীবনের নতুন ইনিংস শুরু করলেন সানা জাভেদের (Sana Javed) সঙ্গে। সোশাল মিডিয়ায় নিজেই বিয়ের খবর দিয়েছেন শোয়েব।
২০১২ সালে 'শেহর-ই-জাত' ছবি দিয়ে অভিনয় জগতে পা রাখেন সানা জাভেদ। তবে রোম্যান্টি ড্রামা 'খানি'র সুবাদেই জনপ্রিয়তা পান।
এই 'খানি' সিনেমার সুবাদেই লাক্স স্টাইল অ্যাওয়ার্ড-এর জন্য মনোনীত হয়েছিলেন সানা জাভেদ। এছাড়াও 'রুশওয়ানি', 'ডাঙ্ক'-এর মতো পাকিস্তানি সিরিয়ালের জন্য পরিচিত সানা জাভেদ।
সানার জীবনে শোয়েব মালিক দ্বিতীয় স্বামী। এর আগে উমর জসওয়াল নামে পাকস্তানি সঙ্গীতশিল্পীর সঙ্গে বিয়ে করেছিলেন সানা জাভেদ।
বছর তিনেকের মধ্যেই সানা জাভেদের প্রথম বিয়ে ডিভোর্সে গড়ায়। ২০২৩ সালে বিয়ে ভাঙে সানা জাভেদ উমর জসওয়ালের।
গতবছর তাঁদের বিয়ে ভাঙার খবর নিয়ে কম চর্চা হয়নি। ওই একই সময়ে পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে সানা জাভেদের প্রেমের গুঞ্জন শুরু হয়।
Published By: Sandipta BhanjaPosted: 01:59 PM Jan 20, 2024Updated: 02:13 PM Jan 20, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
