Advertisement
দক্ষিণ আফ্রিকার উপকূলে মৃত্যু ৬০ হাজারেরও বেশি পেঙ্গুইনের! নেপথ্যে শুধুই জলবায়ু পরিবর্তন?
কী জানাচ্ছেন বিশেষজ্ঞরা?
দক্ষিণ আফ্রিকার উপকূলে মৃত্যু হয়েছে ৬০ হাজারেরও বেশি পেঙ্গুইনের। সম্প্রতি একটি গবেষণায় এমনটাই দাবি করা হয়েছে। তারপরই উদ্বেগ সৃষ্টি হয়েছে বিভিন্ন মহলে। চিন্তায় রয়েছেন পরিবেশবিদরাও।
পেঙ্গুইনদের মৃত্যুর নেপথ্যে কি শুধুই জলবায়ু পরিবর্তন? তেমনটা নয়। গবেষণায় দাবি করা হয়েছে, উপকূল অঞ্চলে সার্ডিন মাছের সংখ্যা আচমকা কমে গিয়েছে। ফলে অনাহারে প্রাণ হারিয়েছে পেঙ্গুইনরা।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ২০০৪ থেকে ২০১২ সালের মধ্যে দক্ষিণ আফ্রিকার দু’টি গুরুত্বপূর্ণ প্রজনন উপনিবেশে ৯৫ শতাংশেরও বেশি আফ্রিকান পেঙ্গুইনের মৃত্যু হয়েছে। পেঙ্গুইনদের ‘মোল্টিং’ (বছরের যে নির্দিষ্ট সময়ে পেঙ্গুইনদের পালক ঝড়ে যায় এবং নতুন পালক গজায়) ঋতুতে অনিয়ন্ত্রিতভাবে সার্ডিন মাছ ধরায় এই বিপত্তি হয়েছে বলে জানিয়েছেন তাঁরা।
পেঙ্গুইনদের মূল খাদ্য হল এই সার্ডিন মাছ। তবে শুধু এদের ধরা নয়, পরিবেশগত কারণেও এদের সংখ্যা হ্রাস পেয়েছে। তীব্র খাদ্য সংকটের কবলে পড়ে মৃত্যু হয়েছে হাজার হাজার পেঙ্গুইনের।
ব্রিটেনের এক্সেটার বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও সংরক্ষণ কেন্দ্রের গবেষক ডঃ রিচার্ড শার্লি বলেন, “গত তিন দশকে আফ্রিকান পেঙ্গুইনের সংখ্যা প্রায় ৮০ শতাংশ হ্রাস পেয়েছে।”
‘মোল্টিং’ ঋতুতে প্রায় ২১ দিন স্থলে থাকতে হয় পেঙ্গুইনদের। সেই সময়ে তাদের পুরনো পালক ঝড়ে যায়। নতুন পালক গজায়। স্থলে থাকার কারণে কিছু খেতে পারে না তারা। তাই কয়েক সপ্তাহ আগে থেকেই পেঙ্গুইনরা সার্ডিন মাছ খেয়ে গায়ে অতিরিক্ত চর্বি জমিয়ে রাখে। যাতে অনাহারে তাদের মৃত্যু না হয়।
Published By: Subhodeep MullickPosted: 04:52 PM Dec 07, 2025Updated: 05:04 PM Dec 07, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
