Advertisement
শীতের ব্যাটে বৈভব-দাপট! ১৫ রাজ্যে শৈত্যপ্রবাহের সতর্কতা, বাংলাও আছে তালিকায়?
কনকনে শীতে জবুথবু কলকাতা-সহ গোটা রাজ্য।
চলতি মরশুমে নবীন ক্রিকেটার বৈভব সূর্যবংশীর মতো চালিয়ে খেলছে শীত। চার না হলেও পাহাড়ের বাইরেও রাজ্যের একাধিক জেলায় ছয়ে নেমে গিয়েছে পারদ।
যখন কনকনে শীতে জবুথবু কলকাতা-সহ গোটা রাজ্য, লেপ-কম্বলে মুড়ি দিয়ে শহর থেকে গ্রাম। তখনই মৌসম ভবন জানাল, এখনই ইনিংস ডিক্লিয়ার করছে না শীত। পশ্চিমবঙ্গ-সহ দেশের ১৫টি রাজ্যে জারি শৈত্যপ্রবাহের সতর্কতা।
চলতি মরশুমে গত মঙ্গলবার কলকাতায় ছিল সর্বনিম্ন তাপমাত্রা ১০.২ ডিগ্রি। রোদ ঝলমলে বৃহস্পতিবার একধাক্কায় তা বেড়ে হয়েছে ১১ ডিগ্রি। যদিও দিল্লি-সহ পশ্চিম ভারতের রাজ্যগুলিতে হাড় কাঁপিয়ে দিচ্ছে ঠান্ডা। রাজস্থানের চার শহরে ন্যূনতম তাপমাত্রা ৫ ডিগ্রির নিচে। মধ্যপ্রদেশের কল্যাণপুরে ২ ডিগ্রি।
দেবভূমি উত্তরাখণ্ডের তিন শহর পিথোরাগড়ের আদি কৈলাস, রুদ্রপ্রয়াগের কেদারনাথ এবং উত্তরকাশীর যমুনোত্রী ধামে তাপমাত্রা হিমাঙ্কের ২১ ডিগ্রি নিচে নেমে গিয়েছে। হিমালয় অঞ্চলে ভারী তুষারপাতের জন্যই উত্তর, উত্তর-পূর্ব, মধ্য ভারতের অধিকাংশ রাজ্যে তাপমাত্রা অনেকটাই নেমে গিয়েছে।
তীব্র শীত আর কুয়াশায় রক্ষে নেই, এর মধ্যে বৃষ্টি এসে ঠান্ডাকে অসহনীয় করে তুলছে দেশের একাধিক রাজ্যে। বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে উত্তরপ্রদেশ, রাজস্থান, বিহার, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, পাঞ্জাব এবং হরিয়ানায়।
বিহারের ৩৭ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে। কনকনে শীতে কাঁপছে বাংলার পড়শি রাজ্য ওড়িশাও। এর মধ্যেই মৌসম ভবনের শৈত্যপ্রবাহের নয়া সতর্কতায় আতঙ্কিত ১৫ রাজ্যের প্রশাসন।
বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের তাপমাত্রা খানিক বাড়লেও আগামী কিছুদিন রাজ্যের শীতের দাপট চলবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। এরমধ্যেই মৌসম ভবন যে ১৫ রাজ্যে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে, সেই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গও।
মৌসম ভবন জানিয়েছে হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, বিহার, পশ্চিমবঙ্গ, ওড়িশা, সিকিম, অসম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং উত্তরাখণ্ডে শৈত্যপ্রবাহ চলবে। এ ছাড়াও সতর্কতা জারি করা হয়েছে দিল্লি, জম্মু-কাশ্মীর এবং চণ্ডীগড়েও।
Published By: Kishore GhoshPosted: 07:32 PM Jan 08, 2026Updated: 01:53 PM Jan 09, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
