Advertisement
'বড়লোকদের পাড়া'য় ২৬ কোটিতে ফ্ল্যাট কিনলেন ঋতিকা, ঘরে বসেই সমুদ্রদর্শন রোহিতের!
আর কী কী সুযোগসুবিধা রয়েছে রোহিতপত্নীর নতুন ফ্ল্যাটে?
প্রায় শেষদিকে পৌঁছে গিয়েছে রোহিত শর্মার ক্রিকেট কেরিয়ার। আন্তর্জাতিক টি-২০ আর টেস্ট থেকে অবসর নিয়ে ফেলেছেন। ভারতের জার্সিতে কেবল ওয়ানডে খেলেন। জীবনের অনেকটা সময় কাটান পরিবারের সঙ্গে। ছবি: সংগৃহীত
স্ত্রী ঋতিকা সাজদে, কন্যা সামাইরা এবং পুত্র আহানকে নিয়ে সুখী পরিবার হিটম্যানের। নানা অনুষ্ঠান থেকে শুরু করে খেলার মাঠ-ঋতিকাকে সবসময় রোহিতের সঙ্গেই দেখা যায়। এবার মুম্বইয়ের বুকে বিলাসবহুল অ্যাপার্টমেন্টের মালকিন হলেন রোহিতপত্নী। ছবি: সংগৃহীত
ঋতিকা পেশায় স্পোর্টস ম্যানেজার। কর্নারস্টোন স্পোর্ট অ্যান্ড এন্টারটেনমেন্ট নামে ওই সংস্থার হয়ে একাধিক অ্যাথলিটের সঙ্গে কাজ করেছেন ঋতিকা। জানা গিয়েছে, মুম্বইয়ের অত্যন্ত বিলাসবহুল এলাকায় নতুন ফ্ল্যাট কিনেছেন তিনি। ছবি: সংগৃহীত
একটি ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য বলছে, নতুন ফ্ল্যাট কিনতে ২৬ কোটি ৩০ লক্ষ টাকা খরচ করেছেন রোহিতপত্নী। তারমধ্যে ১ কোটি ৩১ লক্ষ টাকা খরচ হয়েছে কেবল স্ট্যাম্প ডিউটির জন্যই। সূত্রের খবর, গতবছর ডিসেম্বর মাসেই ফ্ল্যাট কেনার গোটা প্রক্রিয়া শেষ হয়েছে। ছবি: সংগৃহীত
মুম্বইয়ের অন্যতম বিলাসবহুল এলাকায় প্রভাদেবী। সেখানকার আহুজা টাওয়ারেই ২৭৬০.৪০ বর্গফুটের একটি ফ্ল্যাট কিনেছেন ঋতিকা। ৩০ হাজার টাকা রেজিস্ট্রেশন ফি হিসাবেও খরচ করেছেন রোহিতপত্নী। ফ্ল্যাটের সঙ্গে তিনটি গাড়ি রাখার জায়গাও রয়েছে। ছবি: সংগৃহীত
এই আহুজা টাওয়ারে রোহিতেরও ফ্ল্যাট রয়েছে। ২৮ তলায় হিটম্যানের ফ্ল্যাট থেকে আরব সাগরের ২৭০ ডিগ্রি ভিউ পাওয়া যায় বলেই জানা গিয়েছে। প্রায় ৬ হাজার বর্গফুটের ওই ফ্ল্যাটের দাম ৩০ কোটি টাকা। উল্লেখ্য, গত কয়েকবছরে মুম্বইয়ের উচ্চবিত্তদের পছন্দের ঠিকানা হয়ে উঠেছে এই প্রভাদেবী। ছবি: সংগৃহীত
ঋতিকার নতুন ফ্ল্যাটের এলাকা থেকে মুম্বইয়ের সব প্রান্তের যোগাযোগই বেশ সহজ। বান্দ্রা-ওরলি সি লিংক থেকে শুরু করে ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়ে, সেনাপতি বাপত মার্গ-সর্বত্রই খুব কম সময়ে পৌঁছে যাওয়া যায়। ছবি: সংগৃহীত
মূলত উচ্চবিত্তদের কথা মাথায় রেখে গত কয়েকবছরে প্রভাদেবীতে তৈরি হয়েছে বিলাসবহুল বাসস্থান। সেই সঙ্গে অফিস, হাসপাতাল, স্কুল, দোকান এবং অন্যান্য উচ্চমানের সুযোগসুবিধার ব্যবস্থাও রয়েছে। রোহিত-ঋতিকার মতো অনেকেই এই এলাকায় ফ্ল্যাট কিনেছেন গত কয়েকবছরে। ছবি: সংগৃহীত
Published By: Anwesha AdhikaryPosted: 06:05 PM Jan 08, 2026Updated: 06:05 PM Jan 08, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
