Advertisement
আইপ্যাকের অফিসে ইডি হানার প্রতিবাদে রাজ্যজুড়ে মিছিল তৃণমূলের, হুইল চেয়ারে পথে কুণালও
প্রতিবাদে শুক্রবার পথে নামবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈন ও সংস্থার সল্টলেকের অফিসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হানার প্রতিবাদে জেলায় জেলায় প্রতিবাদ মিছিল তৃণমূল কংগ্রেসের। কলকাতা থেকে বালুরঘাট, আসানসোল থেকে বসিরহাট নানা প্রান্তে পথে নেমেছে রাজ্যের শাসকদল।
তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরই কলকাতায় মিছিল তৃণমূলের। হুইল চেয়ারে পথে নামলেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। মানিকতলা, দীনেন্দ্র স্ট্রিট ক্রসিংয়ের সামনে থেকে প্রতিবাদ মিছিল শুরু করেন কুণাল।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কুণাল বলেন, "নেত্রীর নির্দেশে পর ডেটা চুরির প্রচেষ্টার প্রতিবাদে আমাদের মিছিল। আইপ্যাক আমাদের সহযোগী সংস্থা। আমাদের প্রচারের রণকৌশল তাদের কাছে রয়েছে। ইডিকে কাজে লাগিয়ে তা চুরির চেষ্টা করেছে বিজেপি।"
মিছিল থেকে সরাসরি বিজেপিকে তোপ দেগে কুণালের মন্তব্য, "আমরা কোনও তল্লাশি অভিযান বা তদন্তের বিরোধিতা করিনি। কিন্তু ভোটের মুখে অভিযান কেন? বিজেপির লোক নেই, ইডিকে কাজে লাগিয়ে আমাদের তথ্য ব্যবহার করতে চেয়েছে বিজেপি। ভোট চুরি ব্যর্থ করে দিয়েছে বাংলার জনতা। এবার ডেটা চুরির চেষ্টা।"
শুধু কলকাতা নয়, রাজ্যের নানা প্রান্তে প্রতিবাদ মিছিলে নেমেছে তৃণমূল। বসিরহাটজুড়ে তৃণমূলের প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ। বসিরহাট ১ নং ব্লকের সভাপতি সরিফুল মণ্ডলের নেতৃত্বে মিছিল শুরু হয়।
বসিরহাটের ভ্যাবলা রেলগেট, ঘোজাডাঙার ওল্ড সাতক্ষীরা রোড, সন্দেশখালির ধামাখালি বাজার, মিনাখাঁর মালঞ্চ বাজার-সহ বিভিন্ন এলাকায় তৃণমূলের কর্মীরা দলীয় পতাকা ও ফেস্টুন প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ সমাবেশে হাজির হন। মিছিল থেকে স্লোগান ওঠে ইডি-সিবিআই দিয়ে তৃণমূলকে রোখা যাবে না।
ইডি হানার প্রতিবাদ মিছিল পূর্ব বর্ধমানের ভাতারেও। বর্ধমান-কাটোয়া সড়কপথ অবরোধ তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকদের। নেতৃত্বে ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী।
তৃণমূল সুপ্রিমোর নির্দেশের পর ধিক্কার মিছিল বালুরঘাটেও। বালুরঘাট শহর তৃণমূল কংগ্রেসের ব্যানারে প্রতিবাদ মিছিলে নামেন স্থানীয় নেতৃত্ব। টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান তাঁরা।
মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো ৪টের পর মিছিল শুরু হয়, ক্যানিং এক নম্বর ব্লকে। ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক পরেশরাম দাস ধিক্কার কর্মসূচির নেতৃত্ব দেন। উপস্থিত ছিলেন ক্যানিং ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম দাসও।
Published By: Subhankar PatraPosted: 06:11 PM Jan 08, 2026Updated: 06:15 PM Jan 08, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
