Advertisement
রক্ত-যৌনতায় ভরা যশের ছবি দেখার অপেক্ষা? ভারতীয় ছবির এই 'টক্সিক' চরিত্রগুলি দেখেছেন?
কোন কোন চরিত্র রয়েছে এই তালিকায় দেখে নিন।
৮ জানুয়ারি মুক্তি পেয়েছে দক্ষিণী সুপারস্টার যশের হেভিওয়েট ছবি 'টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন আপস' ছবির টিজার। সুপারস্টারের এই প্যান-ইন্ডিয়া ছবির টিজার প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই তা মুহূর্তে ভাইরাল হয়েছে। ১৯ মার্চ ছবি মুক্তি। যা বড়পর্দায় দেখার জন্য় দিন গুনছেন সিনেপ্রেমীরা। তবে বড়পর্দায় এই ছবি 'টক্সিক' মুক্তির আগে এক ঝলকে দেখে নিন ভারতীয় বেশ কিছু ছবির 'টক্সিক' কিছু চরিত্র।
দক্ষিণী সুপারস্টার ধনুষের প্রথম হিন্দি ছবি 'রাঞ্ঝনা'তে তাঁর চরিত্র দেখলেই বোঝা যায় তা আক্ষরিক অর্থেই 'টক্সিক'। তাঁর চরিত্রের নাম ছিল 'কুন্দন', যে ছিল 'জোয়া'র প্রেমে পাগল। সোনম কাপুর অভিনয় করেছিলেন 'জোয়া' চরিত্রে।
'গুপ্ত' ছবিতে মারকাটারি অভিনয়ে সকলকে তাক লাগিয়েছিলেন কাজল। তাঁর চরিত্রের নাম ছিল 'ইশা দিওয়ান'। যে কিনা সাহিলের জন্য সবকিছু করতে রাজি ছিল। আর তাদের প্রেমে যাকেই বাধা বলে মনে হত ইশা তাকে হত্যা করতেও পিছপা হত না।
আদ্যোপান্ত 'টক্সিক' চরিত্রে 'তনু ওয়েডস মনু' ছবিতে রীতিমতো তাক লাগিয়েছিলেন কঙ্গনা রানাউত। এই ছবির জন্য জাতীয় পুরস্কারও যেতেন তিনি।
'রহেনা হ্যায় তেরে দিল মে' ছবিতে রিনার প্রতি ভালোবাসায় পাগল ছিল 'ম্যাডি' আর মাধবন। এই ছবি আজও নস্ট্যালজিক করলেও ছিল আর মাধবন অভিনীত 'ম্যাডি' চরিত্রটি ছিল আদ্যোপান্ত 'টক্সিক'।
Published By: Arani BhattacharyaPosted: 07:50 PM Jan 08, 2026Updated: 01:09 PM Jan 09, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
