Advertisement
আইপিএলে তৃতীয় সর্বোচ্চ উইকেট প্রাপক, ২২ গজের রঙিন কেরিয়ারকে বিদায় পীযূষ চাওলার
টিম ইন্ডিয়ার হয়ে দু'টি বিশ্বকাপ জিতেছেন তিনি।
সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন বিশ্বকাপ জয়ী স্পিনার পীযূষ চাওলা। এদিন ইনস্টাগ্রামে একটি কার্ড পোস্ট করে তিনি এই ঘোষণা করেছেন। ভারতের হয়ে তিনি শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন প্রায় ১৩ বছর আগে। এরপর চুটিয়ে খেলেছেন আইপিএল।
তাঁর নামের পাশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নানান রেকর্ড। আইপিএলের ইতিহাসে তিনবার সর্বোচ্চ উইকেট শিকারী তিনি। ভারতের হয়ে সংক্ষিপ্ত কেরিয়ার সত্ত্বেও, চাওলা টিম ইন্ডিয়ার হয়ে দু'টি বিশ্বকাপ জিতেছেন, ২০০৭ এবং ২০১১ বিশ্বকাপ।
৩৬ বছরের এই স্পিনার লেখেন, 'দুই দশকেরও বেশি সময় ধরে ক্রিকেট উপভোগ করার পর সুন্দর এই খেলাটিকে বিদায় জানানোর সময় এসেছে। সর্বোচ্চ স্তরে ভারতীয় দলের প্রতিনিধিত্ব করেছি। ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ জয়ী দলের অংশ হওয়া আশীর্বাদের চেয়ে কম কিছু নয়। এই স্মৃতিগুলি চিরকাল আমার হৃদয়ে গেঁথে থাকবে।'
'আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের (পাঞ্জাব কিংস, কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স) যারা আমার উপর আস্থা রেখেছে, তাদের আন্তরিক ধন্যবাদ। আমার কেরিয়ারের বিশেষ অধ্যায় আইপিএল।'
'আমার কোচ শ্রী কে.কে. গৌতম এবং প্রয়াত শ্রীপঙ্কজ সারস্বতের প্রতি কৃতজ্ঞ। আমার ক্রিকেটার হয়ে হওয়ার পিছনে তাঁদের ভূমিকা অনস্বীকার্য।'
'পরিবার আমার কাছে শক্তির স্তম্ভ। তাদের সমর্থন সব সময় শক্তি ও সাহস জুগিয়েছে। বাবার প্রতিও অনেক কৃতজ্ঞ। তিনি আমার পথকে আলোকিত করেছেন। তাঁকে ছাড়া এই যাত্রা কখনওই সম্ভব হত না।'
Published By: Prasenjit DuttaPosted: 03:10 PM Jun 06, 2025Updated: 03:44 PM Jun 06, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
