Advertisement
জি৭ সম্মেলনে বঞ্চিত বাংলার শিল্পকলা, মোদির দেওয়া উপহারে কোন কোন রাজ্যের সংস্কৃতির ছোঁয়া?
কোন রাষ্ট্রপ্রধানকে কী উপহার দিলেন মোদি?
শেষ হল কানাডায় আয়োজিত জি৭ সম্মেলন। বিশ্বের শক্তিশালী রাষ্ট্রনেতাদের সঙ্গে সম্মেলনে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। বরাবরে প্রথামাফিক রাষ্ট্রনেতাদের জন্য বিশেষ উপহার নিয়ে গিয়েছিলেন তিনি।
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনিকে পিতলের তৈরি একটি বোধিবৃক্ষ উপহার দিয়েছেন মোদি। বিহারে হস্তশিল্পীদের তৈরি এই বোধিবৃক্ষ গৌতম বুদ্ধের আদর্শকে তুলে ধরে।
কানাডার গভর্নর জেনারেল মেরি সাইমনের জন্য রুপোর তৈরি পার্স উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী। ওড়িশার কটকের স্থানীয় শিল্পকলা 'তারাকাশি'র ডিজাইনে তৈরি করা হয়েছে এই পার্স। রুপোর সরু তার ব্যবহার করে লেসের মতো বুনে পার্সের ডিজাইন করা হয়েছে।
অ্যালবার্টার প্রিমিয়ার ড্যানিয়েল স্মিথকে কাঠের জালি কাজের বাক্স উপহার দিয়েছেন মোদি। রাজস্থানের ইবনি কাঠের উপর রুপোর নকশা দিয়ে তৈরি হয়েছে এই বাক্স। তার উপরে হাতে আঁকা ময়ূরের ছবি। দেশের বিভিন্ন ঐতিহাসিক স্থাপত্যের আদলে নকশা করা হয়েছে এই বাক্সের উপর।
অ্যালবার্টার লেফটেন্যান্ট গভর্নর সালমা লাখানির জন্য সোনার পাতার কাজ করা একটি বাক্স নিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী। জম্মু-কাশ্মীরের এই বাক্সটি তৈরি হয় ফেলে দেওয়া কাগজকে নানাভাবে প্রক্রিয়াকরণ করে। 'শখৎসাজি' নামে এই প্রক্রিয়ার পরে হয় 'নাকাশি'। নাকাশির মাধ্যমের শিল্পীরা বাক্সের উপর নিজে হাতে ছবি আঁকেন।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে ডোকরার তৈরি নন্দীর মূর্তি উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী। তামিলনাড়ুর এই ডোকরার মূর্তি মূলত মোম ব্যবহার করে তৈরি হয়েছে। এছাড়াও নানা শিল্পকলার মাধ্যমে সাজিয়ে তোলা হয়েছে নন্দীর মূর্তিটি।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজকে কোলাপুরি রুপোর পাত্র উপহার দিয়েছেন মোদি। মহারাষ্ট্রের কোলাপুরের শিল্পীদের হাতে তৈরি, বিশুদ্ধ রুপোর এই পাত্র অতীতে মন্দিরে ব্যবহৃত হত পবিত্র জল রাখার জন্য।
ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভার জন্য বাঁশের তৈরি নৌকা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী। মেঘালয়ের হস্তশিল্পীদের তৈরি এই নৌকাটি তৈরি হয়েছে সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ুংয়ের জন্য বিহারের বিখ্যাত মধুবনী পেন্টিং উপহার দিয়েছেন মোদি। মূলত একের পর এক প্রজন্মের মহিলারা বাড়িতে বসে এই মধুবনী চিত্রকলা ফুটিয়ে তোলেন।
Published By: Anwesha AdhikaryPosted: 02:39 PM Jun 19, 2025Updated: 02:39 PM Jun 19, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
